হোম > খেলা > ক্রিকেট

বরিশালবাসীর ‘অত্যাচার’ হাড়ে হাড়ে টের পেলেন হৃদয়

বেলসপার্কের মঞ্চে সমর্থকদের সামনে বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ছবি: ফরচুন বরিশাল

ফরচুন বরিশালের সত্ত্বাধিকারী মিজানুর রহমান আগেই বেলস পার্কে অনুষ্ঠানের কথা জানিয়ে দিয়েছিলেন। সেই কথা অনুযায়ী গতকাল বেলস পার্কে হয়েছে বিপিএল শিরোপা জয়ের উৎসব। লোকে লোকারণ্য এই অনুষ্ঠান দেখে তাওহিদ হৃদয় যেন ভাষা হারিয়ে ফেলেছেন।

লঞ্চে যাওয়ার কথা থাকলেও তামিম ইকবালের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল শিরোপাসহ বিমানে করে গিয়েছে বরিশালে। সত্ত্বাধিকারী মিজানুর, অধিনায়ক তামিম, ইবাদত হোসেন চৌধুরী, হৃদয়সহ অনেকেই ‘২০২৫ বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল’ লেখা জার্সি পরেছেন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে গত রাতে হৃদয় ২ মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে ইবাদতকে বলতে শোনা গেছে, ‘আমরা বরিশাল এসেছি। আবার হবে।’ বিমানের মধ্যেই যেন উৎসব শুরু হয়ে যায় তাঁদের। হৃদয় ক্যাপশন দিয়েছেন, ‘ভালোবাসার অত‍্যাচার কি সেটা সম্ভবত আজ টের পেলাম। বরিশালবাসীর সঙ্গে অনেকটা সময় কাটাতে না পারার কষ্ট পুষে রাখব নাকি এত বেশি ভালোবাসা, আগ্রহ আর পাগলামি মনে রাখব বুঝতে পারছি না।’

তামিমরা সেখানে উপস্থিত হওয়ার আগেই ভক্ত-সমর্থকে টইটম্বুর হয়ে ওঠে বেলস পার্ক। অপেক্ষার প্রহর কাটিয়ে গতকাল বিকেল ৪টার দিকে ট্রফি হাতে ফরচুন বরিশাল পৌঁছেছে মাঠে। তাদের হয়তো আশা ছিল, সেখানে তামিমরা বেশ কিছু সময় থাকবেন, দর্শকদের উদ্দেশে কিছু বলবেন। কিন্তু সবাইকে হতাশ করে তিন-চার মিনিট পরই বেলস পার্ক থেকে চলে যান তাঁরা। তাতে দর্শকদের হতাশা রূপ নেয় ক্ষোভে। হৃদয় বলেন, ‘প্রিয় বরিশালবাসী, আপনাদের ক্রিকেটের প্রতি আগ্রহ, পাগলামি আর ভালোবাসাতে মুগ্ধ আমি। হয়তো উচ্ছ্বাস কম দেখালে আরও কিছুটা সময় বেশি থাকতে পারতাম আপনাদের সঙ্গে। তবে এই অতিরিক্ত ভালোবাসা মনে থাকবে আমৃত‍্যু।’

বেলস পার্কের এমন জনসমুদ্র দেখে হতবাক ফরচুন বরিশালের অধিনায়ক তামিম। ফ্র্যাঞ্চাইজিটির অফিশিয়াল ফেসবুক পেজে তিনি বলেন, ‘আমাদের অনেক পরিকল্পনা ছিল। আমাদের দেখা হবে। প্রত্যেক খেলোয়াড় কথা বলবে। সবার সঙ্গে সময় কাটাবে। দুর্ভাগ্য, মঞ্চে খুব কম সময় থাকতে পেরেছি। আমার জীবনে একসঙ্গে এত মানুষ দেখিনি। আমাদের দেখার জন্য আপনারা দেড়-দুই লাখ মানুষ ছিলেন ওখানে। একটা সময় এমন অবস্থা হয়ে গিয়েছিল, আমাদের নিরাপত্তা দল এ পরিস্থিতি আর নিরাপদ মনে করেনি।’

আরও পড়ুন:

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া