হোম > খেলা > ক্রিকেট

টেস্ট র‍্যাঙ্কিংয়ে মুশফিক-সাকিবদের লাফ

টেস্ট ক্রিকেটে গত বছর থেকেই দারুণ ছন্দে আছেন মুশফিকুর রহিম। আয়ারল্যান্ডের বিপক্ষে সদ্যসমাপ্ত টেস্টে দুর্দান্ত ব্যাটিংয়ে হয়েছেন ম্যাচসেরা। ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার মিলেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) হালনাগাদ করা সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ে। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগোলেন বাংলাদেশের এই ব্যাটার। 

মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট শেষ হয়েছে গত শুক্রবার। এই টেস্টে ১৭৭ রান করেন মুশফিক। প্রথম ইনিংসে করেন ১২৬ রান। যা বাংলাদেশি এই ব্যাটারের টেস্টে দশম সেঞ্চুরি। আর দ্বিতীয় ইনিংসে ৫১ রান করে অপরাজিত থাকেন তিনি। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২২ নম্বর থেকে ১৭ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের এই ব্যাটার। 

মুশফিকের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন সাকিব আল হাসান ও তাইজুল ইসলামও। বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২৩ নম্বর থেকে ২০ নম্বরে উঠে এসেছেন তাইজুল। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে ৯ উইকেট নিয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার। প্রথম ইনিংসে নিয়েছেন ৫ উইকেট, যা টেস্টে এক ইনিংসে ১১ বারের মতো ৫ উইকেট নেওয়ার কীর্তি এই স্পিনারের। আর দুই ধাপ এগিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২৬ নম্বরে উঠে এসেছেন সাকিব। আইরিশদের বিপক্ষে টেস্টে ২ উইকেট নেন বাংলাদেশের অধিনায়ক। 

অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ না খেলেও সেরা তিনে আছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে দুই ও তিনে আছেন রিজওয়ান ও বাবর। এই তালিকায় শীর্ষে আছেন সূর্যকুমার যাদব। এই সংস্করণে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রশিদ খান ও দ্বিতীয় ফজলহক ফারুকি। তিন ও চারে আছেন জশ হ্যাজলউড ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি