আইসিসির মাসসেরা খেলোয়াড় হওয়ার লড়াইয়ে সংক্ষিপ্ত তিনে জায়গা পেয়েছেন নাসুম আহমেদ। নিউজিল্যান্ড সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ এই তালিকায় জায়গা পেয়েছেন বাঁহাতি এই স্পিনার।
সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে নাসুমকে লড়তে হবে নেপালের সন্দিপ লামিচানে এবং যুক্তরাষ্ট্রের জাসকারান মালহোত্রার সঙ্গে। আজ এক বিবৃতি সেরার দৌড়ে থাকা এই তিন ক্রিকেটারের নাম প্রকাশ করে আইসিসি।
অস্ট্রেলিয়া সিরিজ থেকেই দারুণ ছন্দে আছেন নাসুম। সেই সিরিজের ধারাবাহিকতা নাসুম ধরে রাখেন নিউজিল্যান্ড সিরিজেও। পাঁচ ম্যাচে ৪ দশমিক ৭৮ ইকোনমিতে নাসুম শিকার করেন ৮ উইকেট। দারুণ পারফরম্যান্সে সিরিজের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন তিনি। এবার নাসুম লড়বেন আইসিসির মাসসেরা খেলোয়াড় হওয়ার লক্ষ্যে।
এর আগে মে মাসে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান মুশফিকুর রহিম। এরপর জুলাইয়ে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে একই স্বীকৃতি পান সাকিব আল হাসান। সেই ধারাবাহিকতায় এবার নাসুমেরও সুযোগ আছে সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড় হওয়ার।