হোম > খেলা > ক্রিকেট

চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি, রানার্সআপ ১ কোটি

কার হাতে উঠবে এবারের বিপিএলের শিরোপা—তামিম ইকবালের ফরচুন বরিশাল নাকি লিটন দাসের কুমিল্লা ভিক্টোরিয়ানস? এই প্রশ্নের ফয়সালা হবে আগামীকাল, মিরপুরে। তৃতীয়বারের মতন ফাইনালে মুখোমুখি হচ্ছে কুমিল্লা-বরিশাল।

ফাইনালের পরিসংখ্যানে অবশ্য কুমিল্লায় এগিয়ে। ২০১৫ সংস্করণে দুই দলের প্রথম ফাইনালে বরিশালকে হারিয়েছিল কুমিল্লা। সেবার বরিশালের নাম ছিল বরিশাল বুলস। ২০২২ ফাইনালেও জিতেছে কুমিল্লা, সেটিও ফরচুন বরিশালকে হারিয়ে। বিপিএলের সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা, এবার জিতলে প্রথম দল হিসেবে হ্যাটট্রিক শিরোপা ঘরে তুলবে তারা। কুমিল্লা এর আগে চারবার ফাইনাল খেলে কখনো ফাইনালে না হারলেও বরিশাল হেরেছে তিনবারই ।

তামিমরা কি এবার কুমিল্লার শিরোপা দৌড় থামাতে পারবেন? পারবেন তো বরিশালকে এনে দিতে প্রথম শিরোপা? ফাইনালে অবশ্য তামিম-লিটন কখনো হারেননি। এবার শেষ পর্যন্ত কে প্রথমবার ফাইনাল হারবেন? এমন অনেক প্রশ্নই ঘুরছে দুই দলের সমর্থকদের মনে। তবে যে জিতুক, শিরোপার পাশাপাশি হাতে উঠবে ২ কোটি টাকা। রানার্সআপ দল পাবে ১ কোটি টাকা। আজ ফাইনালের আগে বিপিএলের ১০ সংস্করণের প্রাইজমানি ঘোষণা করেছে বিসিবি। যে কয়েকটি শ্রেণিতে পুরস্কার দেওয়া হবে সেই প্রাইজমানি গত সংস্করণের সমান।

২০২৪ বিপিএল প্রাইজমানি
ফাইনালের ম্যাচসেরা: ৫ লাখ টাকা
টুর্নামেন্টের সেরা ফিল্ডার: ৩ লাখ টাকা
টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি: ৫ লাখ টাকা
টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক: ৫ লাখ টাকা
টুর্নামেন্টের সেরা খেলোয়াড়: ১০ লাখ টাকা
রানার্সআপ: ১ কোটি টাকা 
চ্যাম্পিয়ন: ২ কোটি টাকা

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে

স্বস্তিতে নেই ভারতও, অপেক্ষায় বিসিবি

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’