হোম > খেলা > ক্রিকেট

বোথামের পাশে অ্যাটকিনসন, ফলোঅনের শঙ্কায় শ্রীলঙ্কা

৬ উইকেট পড়ে গিয়েছিল ৮৭ রানে। ইংলিশ পেসারদের তোপের সামনে শ্রীলঙ্কা যে শেষ পর্যন্ত দেড় শ’ পেরিয়েছে তার বড় কৃতিত্ব কামিন্দু মেন্ডিসের। তারপরও ফলোঅনের শঙ্কা যায়নি সফরকারীদের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ৮ উইকেটে ১৭৬ রান করেছে লঙ্কানরা। ব্যাটিংয়ে আছেন কামিন্দু (৫৬) ও লাহিরু কুমারা (০)। 

ফলোঅন এড়াতে শ্রীলঙ্কাকে করতে হবে আরও ৫২ রান। ৭ উইকেটে ৩৫৮ রান নিয়ে প্রথম দিন পার করা ইংল্যান্ডের আজ প্রথম ইনিংস থামে ৪২৭ রানে। ৭৪ রান নিয়ে দিন শুরু করা গাস অ্যাটকিনসন পেয়েছেন সেঞ্চুরি। ১১৫ বলে করেন ১১৮ রান। ইংলিশ পেসার তাতেই গড়েছেন বেশ কয়েকটি কীর্তি। 

গত জুলাইয়ে লর্ডসে টেস্ট ক্যারিয়ার শুরু করা অ্যাটকিনসন এ নিয়ে খেলছেন পঞ্চম টেস্ট। দুই মাসের মধ্যে ষষ্ঠ ক্রিকেটার ও পঞ্চম ইংলিশ হিসেবে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই লর্ডসের অনার্স বোর্ডে নাম তুললেন তিনি। এ ছাড়া লর্ডসে ষষ্ঠ ব্যাটার হিসেবে টেস্টে ৮ বা তার তার নিচে নেমে সেঞ্চুরি পেলেন অ্যাটকিনসন। 

ব্যাটিং-বোলিং দুই বিভাগে লর্ডসে নাম তোলা ক্রিকেটারদের মধ্যে ভিন্ন শুধু ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার ইয়ান বোথাম ও অ্যাটকিনসন। দুজনেই এই মাঠে ১০ উইকেট ও সেঞ্চুরি পেয়েছেন এক মৌসুমে। বোথাম ১৯৭৪ সালে আর অ্যাটকিনসন এই কীর্তি গড়লেন চলতি বছর। 

দ্বিতীয় দিন প্রথম ইনিংস শুরু করে শুরুতেই এলোমেলো হয়ে যায় শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ। সফরকারীদের ৭ উইকেট গেছে স্বাগতিক পেসারদের পকেটে। মিডলঅর্ডারে অ্যাঞ্জেলো ম্যাথিউস (২২) ও দিনেশ চান্দিমাল (২৩) লড়াইয়ের চেষ্টা চালালেও টিকতে পারেননি বেশিক্ষণ। তবে কামিন্দুর ফিফটিতে এখনো ফলোঅন এড়ানোর আশা বাঁচিয়ে রেখেছে শ্রীলঙ্কা।

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে