পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভাল সাক্ষী হয়ে থাকল অনেক কিছুর। ওয়েস্ট ইন্ডিজ-ভারতের মধ্যেকার ১০০তম টেস্টের সঙ্গে বিরাট কোহলির ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ, আর সেই ম্যাচে তাঁর রেকর্ড গড়া সেঞ্চুরি। ভারতের সাবেক অধিনায়কের কীর্তিতে আলোচনায় ওঠে এলো ম্যাড়মেড়ে এই সিরিজটি।
গতকাল প্রথম দিনে ৮৭ রান করার পথে একটি রেকর্ড গড়েছিলেন কোহলি। ৫০০তম ম্যাচে তিনিই প্রথমবার করে দেখালেন পঞ্চাশোর্ধ্ব ইনিংস। আর সেটি এখন সেঞ্চুরির ঘরে। তিন অঙ্কের ঘরে পা রাখতে আজ বেশিক্ষণ লাগল না তাঁর। শ্যানন গ্যাব্রিয়েলের করা ইনিংসের ৯১তম ওভারের দ্বিতীয় বলে চার মেরে স্বভাবসুলভ ভঙ্গিতে হাসলেন কোহলি। সতীর্থ রবীন্দ্র জাদেজাকে জড়িয়ে ধরার পর বাতাসে ব্যাট ভাসালেন। ৫০০তম ম্যাচে সেঞ্চুরি বলে কথা! একটু আনন্দ তো করবেনই।
টেস্ট ক্যারিয়ারে কোহলির এটি ২৯তম সেঞ্চুরি। আর আন্তর্জাতিক ক্যারিয়ারে ৭৬তম। তাঁর চেয়ে বেশি সেঞ্চুরি আছে শুধু শচীন টেন্ডুলকারের (১০০)। আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ ম্যাচ খেলা দশম খেলোয়াড় কোহলি। আর ভারতের হয়ে চতুর্থ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত উইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেটে ৩২৪ রান করেছে ভারত। ৪ উইকেটে ২৮৮ রানে দ্বিতীয় দিন শুরু করে সফরকারীরা। ১০৯ রানে ব্যাট করছেন কোহলি। ৫০ রানে তাঁকে সঙ্গ দিচ্ছেন জাদেজা।
৫০০তম ম্যাচে শচীন টেন্ডুলকারের রান ছিল ২৪৮৭৪। রিকি পন্টিং করেছিলেন ২৫০৩৫ রান। কোহলি রান সংখ্যা দাঁড়াল ২৫৫৭০*। উইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ আন্তর্জাতিক সেঞ্চুরিয়ানদের তালিকাতেও দুইয়ে থাকা জ্যাক ক্যালিসকে ছুঁয়ে ফেলেছেন কোহলি। এ তালিকায় দুজনের সেঞ্চুরি সংখ্যা ১২। ১৩ সেঞ্চুরি নিয়ে শীর্ষে সুনীল গাভাস্কার। ১১ সেঞ্চুরি নিয়ে চারে এবি ডি ভিলিয়ার্স।