হোম > খেলা > ক্রিকেট

লিটন ওপেন করলেই কি আমরা জিতব, সাকিবের প্রশ্ন

আগামীকাল নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। বিশ্বকাপের ম্যাচ সামনে রেখে সাকিব আল হাসানের কাছে জানতে চাওয়া হয়েছিল, ভালো খেলার পরও কেন লিটন দাসকে ওপেনিং থেকে সরিয়ে দেওয়া হলো। প্রশ্নের উত্তর না দিয়ে বরং তিনি উল্টো প্রশ্ন করেন প্রশ্নকর্তা সাংবাদিককে, লিটন ওপেন করলেই কি আমরা জিতব?

সংবাদ সম্মেলনে এসে এমনটিই জানিয়েছেন সাকিব। সংবাদ সম্মেলনে সাকিবকে প্রশ্ন করা হয়েছিল, ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করলেও কেন লিটনকে সরিয়ে দেওয়া হয়েছে, এর ব্যাখ্যা কী? প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো অধিনায়কই প্রশ্ন করেন প্রশ্নকর্তাকে, ‘আপনার কি মনে হয় লিটন ওপেন করলেই আমরা জিতব?’

এরপর প্রশ্নকর্তা সাংবাদিক সাকিবের কাছে জানতে চান, লিটন ভালো করছেন অথচ তাঁর জায়গাই ঠিক হচ্ছে না। এ বিষয়ে তখন টি-টোয়েন্টির শীর্ষ অলরাউন্ডার বলেন, ‘আপনি যেভাবে বলছেন, ডিসিশন মেকারের জায়গায় আপনাকে রাখতে হবে।’

দীর্ঘদিন ধরেই বাংলাদেশের ওপেনিং জুটি নিয়ে সমালোচনা হচ্ছে। এই সংস্করণে তামিম ইকবালের অবসরের পর কোনো ক্রিকেটারই নিজেদের থিতু করতে পারেননি ওপেনিংয়ে। তবে এ ক্ষেত্রে লিটন অনেকটা মানিয়ে নিয়েছিলেন নিজেকে। এই পজিশনে ভালো খেলার পরও তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। এশিয়া কাপ থেকেই ‘মেক শিফট’ ওপেনিংয়ে ভরসা করে আসছে বাংলাদেশ। তবে ‘মেক শিফট’ ওপেনাররা ভরসা দিতে পারেননি দলকে। উল্টো সমালোচনা আরও তীব্র হয়েছে।

বিশ্বকাপে ভারত থেকে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির মিটিং

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ

বিশ্বকাপ দলে না থাকা শান্ত-হাসানরাই কাঁপাচ্ছেন বিপিএল

অবসরের ঘোষণা ৮ বিশ্বকাপজয়ী ক্রিকেটারের

ঢাকার হারের কারণ জানালেন সাব্বির

রানখরার সিলেটে উজ্জ্বল মোস্তাফিজরা

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি