হোম > খেলা > ক্রিকেট

নাঈমের জোড়া শিকারে সেশন পার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

দ্বিতীয় দিনের প্রথম সেশনে অন্তত দুই উইকেট চেয়েছিল বাংলাদেশ। নাঈম হাসানের জোড়া শিকারে সেটাই পেয়েছেন মুমিনুল হকরা। প্রথম সেশনে বাংলাদেশের প্রাপ্তিটা মন্দ হয়নি। রানের দিক থেকে অবশ্য অনেকটাই এগিয়ে আছে শ্রীলঙ্কা। 

আজ চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে লঙ্কানদের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৩২৭। ১৪৪ রানে উইকেটে আছেন অ্যাঞ্জেলো ম্যাথুস এবং অন্য প্রান্তে থাকা রমেশ মেন্ডিস ১ রানে অপরাজিত আছেন। 

৪ উইকেটে ২৫৮ রানে দিন শেষ করা লঙ্কানদের দ্বিতীয় দিনের শুরুটা দারুণ করে। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার ম্যাথুস ও দিনেশ চান্ডিমালের কল্যাণে প্রথম দেড় ঘণ্টা ভালোভাবে কাটিয়ে দেয় সফরকারীরা। উইকেটের জন্য মরিয়া হয়ে ওঠা বাংলাদেশকে শেষ ১৫ মিনিটে স্বস্তি বয়ে দেন নাঈম। 

আগের দিনের প্রথম সেশনেও বাংলাদেশের প্রাপ্তি ছিল নাঈমের দুই উইকেট। এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রথমে ৬৬ রান করা চান্ডিমালকে ফেরান তিনি। একই ওভারে নতুন ব্যাটার নিরোশান ডিকভেলাকে (৩) ফেরান তিনি। 

১১৪ রানে অপরাজিত থেকে দিন শুরু করা ম্যাথুস প্রথম সেশনে যোগ আরও ৩৩ রান। প্রথম সেশনের শুরুতে এই ব্যাটারকে ফেরানোর দারুণ সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। খালেদ আহমেদের বল ম্যাথুসের ব্যাটে লেগে লিটন দাসের গ্লাভসবন্দি হলেও বুঝতে পারেনি বাংলাদেশের ফিল্ডাররা। আবেদন না করায় রক্ষা পান ম্যাথুস। আগের দিনেও ৬৯ রানে তাইজুলের বলে স্লিপে ক্যাচ দিয়েছিলেন ম্যাথুস তালুবন্দী করতে পারেননি মাহমুদুল হাসান জয়। 

বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি দিল পাকিস্তান

বিপিএল খেলতে ঢাকায় কেন উইলিয়ামসন

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন