হোম > খেলা > ক্রিকেট

তুমি আরও দারুণভাবে ফিরবে, ডাচ অলরাউন্ডারকে হারিস রউফ

এবারের বিশ্বকাপে সময়টা বেশ ভালোই কাটাচ্ছিলেন বাস ডি লিড। তবে পার্থে গতকালের দিনটি যেন ডি লিডের কাছে ভুলে যাওয়ার মতোই একটি দিন। কেননা হারিস রউফের বলে মারাত্মক আহত হয়ে চোখের নিচে বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে ডি লিডকে। আর ম্যাচ শেষে ডাচ অলরাউন্ডারের আরোগ্য কামনা করেছেন রউফ।

গতকাল পার্থে পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচের ঘটনা। নেদারল্যান্ডসের ইনিংসের ষষ্ঠ ওভারের পঞ্চম বলে বাউন্সার দেন রউফ। পুল করতে চেয়েছিলেন ডি লিড। তবে বল হেলমেটে লেগে ডি লিডের রক্তারক্তি অবস্থা। ফিজিওর সঙ্গে সঙ্গে পাকিস্তানি ক্রিকেটাররাও ছুটে আসেন। পরে আর খেলতে পারেননি এই ডাচ অলরাউন্ডার। ম্যাচ শেষে দেখা গেছে ডি লিডের সঙ্গে আলিঙ্গন করছেন রউফ। পাকিস্তানি পেসার তখন বললেন, ‘তুমি আরও দারুণভাবে ফিরবে।’

এই বিশ্বকাপে ডি লিড খেলেছেন ৬ ম্যাচ। ২০ গড়ে করেছেন ৮০ রান। বোলিংয়ে ৮.৬৬ ইকোনমিতে নিয়েছেন ৯ উইকেট। প্রথম রাউন্ডে নেদারল্যান্ডস যে দুই ম্যাচ জিতেছে, দুটোতেই ম্যাচসেরা হয়েছিলেন এই অলরাউন্ডার। আর রউফ এই বিশ্বকাপে ৩ ম্যাচ খেলে নিয়েছেন ৪ উইকেট। পাকিস্তানি এই পেসারের বোলিং ইকোনমি ৫.২৭।

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ