কুমিল্লা ভিক্টোরিয়ানসের নেটে অনুশীলনের সময় মাথায় বলের আঘাত পাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় মোস্তাফিজুর রহমানকে। তবে এখন বাংলাদেশি পেসার সুস্থ আছেন বলে জানা গেছে। তাঁর চোট গুরুতর নয় বলে নিশ্চিত করেছেন দলটির ফিজিও এস এম জাহিদুল ইসলাম সজল।
মোস্তাফিজের চোটের বিষয়ে কুমিল্লার এক সংবাদ বিজ্ঞাপ্তিতে ফিজিও সজল বলেছেন, ‘অনুশীলনের সময় মোস্তাফিজের মাথার বাঁ দিকে বলের আঘাত লাগে। এতে তার মাথায় ক্ষতের সৃষ্টি হয়। তবে আমরা রক্তপাত বন্ধের জন্য কম্প্রেশন ব্যান্ডেজ দিয়েছি এবং সঙ্গে সঙ্গেই তাকে ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়।’
আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লার নেট অনুশীলনের সময় ঘটনাটি ঘটে। মোস্তাফিজ নেটে বল করার পর পুনরায় বোলিং করার জন্য নিজের জায়গায় ফিরছিলেন। সে সময়ই ম্যাথিউ ফোর্ডের একটি শট তাঁর মাথায় আঘাত লাগে। তাৎক্ষণিকভাবে তাঁকে চট্টগ্রামের অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়।