হোম > খেলা > ক্রিকেট

৪৮ ঘণ্টার মধ্যে শীর্ষস্থান হারাল পাকিস্তান

নিজেদের ইতিহাসে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এবারই প্রথম শীর্ষে উঠেছিল পাকিস্তান। তবে সেই সিংহাসন বেশি দিন ধরে রাখতে পারেনি তারা। দুই দিনের ব্যবধানে শীর্ষস্থান হারাল বাবর আজমের দল। 

করাচির ন্যাশনাল স্টেডিয়ামে গত শুক্রবার চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি হয় পাকিস্তান-নিউজিল্যান্ড। কিউইদের ১০২ রানে হারায় পাকিস্তান। রেটিংয়ে ভগ্নাংশ ব্যবধানে এগিয়ে থেকে অস্ট্রেলিয়াকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের চূড়ায় ওঠেন বাবররা। পাকিস্তানের রেটিং পয়েন্ট ছিল ১১৩.৪৮৩ আর অস্ট্রেলিয়ার ছিল ১১৩.২৮৬। তবে গতকালই শীর্ষস্থান থেকে তিনে নেমে গেছে পাকিস্তান। একই মাঠে গতকাল সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে কিউইদের কাছে ৪৭ রানে হেরে যায় পাকিস্তান। বাবরদের পরাজয়ে ৪৮ ঘণ্টার ব্যবধানে হারানো সিংহাসন ফেরত পায় অস্ট্রেলিয়া। 

শেষ ম্যাচ হারলেও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ পাকিস্তান নিশ্চিত করে ফেলে অনেক আগেই। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ৪-১ ব্যবধানে জেতে পাকিস্তান। সিরিজসেরা হয়েছেন ফখর জামান। ৯০.৭৫ গড়ে ২ সেঞ্চুরিতে ৩৬৩ রান করেন তিনি। বিশ্বের ১২তম ব্যাটার আর পাকিস্তানের চতুর্থ ব্যাটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরির হ্যাটট্রিক করেন ফখর। ওয়ানডেতে দ্রুততম ৩০০০ রানের রেকর্ড তিনিই গড়েন। ৬৭ ইনিংসে ৩০০০ রান করেছেন পাকিস্তানি এই বাঁহাতি ব্যাটার।

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু