হোম > খেলা > ক্রিকেট

ডমিঙ্গো পদত্যাগ করেননি, জানাল বিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাসেল ডমিঙ্গোর বাংলাদেশ দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করার খবর ছড়িয়ে পড়লেও বিষয়টি সত্য নয় বল্যে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ দুপুরে মিরপুরে সংবাদমাধ্যমের সামনে ডমিঙ্গো পদত্যাগ করেননি বলে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

ডমিঙ্গোকে সম্প্রতি টি-টোয়েন্টি দলের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিসিবি। আপাতত তিনি বাংলাদেশের টেস্ট ও ওয়ানডে দলের দায়িত্বে থাকছেন। টি-টোয়েন্টি থেকে অব্যাহতি দেওয়ায় ডমিঙ্গো পদত্যাগ করতে পারেন বলে ধারণা করা হচ্ছিল। যদিও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন বলেছেন, ‘আমি মনে করি, এটা পুরোপুরি একটি ভুল বোঝাবুঝি (পদত্যাগ করা)। রাসেল হয়তো অন্যভাবে বোঝাতে চেয়েছে। আমাদের সঙ্গে আজ কথা হয়েছে। বিস্তারিত কথা হয়েছে। রাসেলও বিব্রত এ বিষয়গুলো নিয়ে।’

চুক্তি অনুযায়ী ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশের সঙ্গেই থাকছেন বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন ডমিঙ্গো। তিনি বলেন, ‘আমার পদত্যাগ নিয়ে যেসব কথাবার্তা ছড়িয়েছে, সেগুলো সত্য নয়। ওয়ানডে ও টেস্টে দলকে যেখানে নিয়ে যাওয়া প্রয়োজন সেটা আমি চেষ্টা করছি। অক্টোবরে এই দলের সঙ্গে আমি আবুধাবি যাব। জাতীয় দলের সঙ্গে ডিসেম্বরে আমি যুক্ত হব।’

বিসিবির সঙ্গে এখনো পুরোপুরি চুক্তিবদ্ধ আছেন বলেও জানান ডমিঙ্গো। আপাতত দেশেই ছুটিতে থাকছেন তিনি। এর মধ্যে টেস্ট ও ওয়ানডে দল নিয়ে বিসিবির কাছে নিজের পরিকল্পনা জমা দেবেন এই দক্ষিণ আফ্রিকান কোচ।

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে