হোম > খেলা > ক্রিকেট

পন্টিংয়ের প্রশংসা পেয়ে ‘ধন্য’ মনে করছেন বাবর

রানের ফুলঝুরি ছোটানো অভ্যাস বানিয়ে ফেলেছেন বাবর আজম। দুর্দান্ত পারফরম্যান্স করে কিংবদন্তিদের প্রশংসায় ভাসছেন বাবর। কদিন আগে বাবরের প্রশংসা করেছেন রিকি পন্টিং। পন্টিংয়ের প্রশংসা পেয়ে নিজেকে ধন্য মনে করছেন পাকিস্তানি অধিনায়ক। 

২০২২ সাল স্বপ্নের মতো কাটিয়েছেন বাবর আজম। তিন সংস্করণ মিলে ৪৪ ম্যাচে ৫২ ইনিংস ব্যাটিং করেছেন। ৮ সেঞ্চুরিতে ৫৪.১২ গড়ে ২৫৯৮ রান করেছিলেন বাবর। টানা ৯ ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রান করার রেকর্ড গড়েন পাকিস্তানি অধিনায়ক। যার মধ্যে রয়েছে ওয়ানডেতে হ্যাটট্রিক সেঞ্চুরি। বছরজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সে প্রথমবারের মতো স্যার গারফিল্ড সবার্স ট্রফি জিতেছেন এবং টানা দ্বিতীয়বার আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন পাকিস্তানি অধিনায়ক। সবার্স ট্রফি জেতার পর বাবরের প্রশংসা করে আইসিসির এক অনুষ্ঠানে পন্টিং বলেছিলেন, ‘বাবর গত তিন-চার বছরে অনেক উন্নতি করেছে।’ 

পন্টিংয়ের প্রশংসা পেয়ে সম্মানিত বোধ করছেন বাবর। আইসিসি ডিজিটাল ইনসাইডারে পাকিস্তানি অধিনায়ক বলেন, ‘যখন এমন একজন কিংবদন্তি ক্রিকেটার আপনার প্রশংসা করে, তখন আপনার আত্মবিশ্বাস বাড়বে। আপনি তখন ভাবদে থাকেন যে, এমন বড় মাপের খেলোয়াড় আপনাকে নিয়ে কথা বলছেন।’ 

২০১৫ থেকে ২০২৩ পর্যন্ত ৮ বছরের ক্যারিয়ারে অনেক রেকর্ড গড়েছেন বাবর। ওয়ানডেতে দুইবার হ্যাটট্রিক সেঞ্চুরি করেছেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩৬০ রান করে যৌথভাবে শীর্ষে আছেন পাকিস্তানি অধিনায়ক।

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু

কোমায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার মার্টিন

এবার ব্যর্থ সাকিব, বড় ব্যবধানে হারল তাঁর দলও

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত