ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ শুধু হারেনি, যেন হারার আগেই হেরে গেছে। এমন ম্যাচেও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন সাকিব আল হাসান। আর তাতেই হয়ে গেল বিশ্ব রেকর্ড।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা দেখা গেল প্রথমবার। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে দুই হাজার রান ও ১০০ উইকেট নেওয়া প্রথম ক্রিকেটার এখন সাকিব। ম্যাচে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি বলতে এটাই।
৫২ বলে ৬৮ রানের ইনিংস খেলার পথে সাকিবের আরও একটি রেকর্ড হয়েছে। বাংলাদেশের ইনিংসের ১৯তম ওভারে ওবেদ ম্যাকয়কে ছক্কা মেরে টি-টোয়েন্টিতে দুই হাজার রানে পূর্ণ করেন তিনি। যা দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে দুই হাজার রানের কীর্তি। এত দিন টি-টোয়েন্টিতে দুই হাজার রান করা একমাত্র বাংলাদেশি ক্রিকেটার ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।
৯৮ টি-টোয়েন্টি ম্যাচ শেষে সাকিবের নামের পাশে এখন ২০০৫ রান, ১২০ উইকেট । এর আগে ১০০ উইকেট এবং ১ হাজার রানের ‘ডাবল’ গড়া ইতিহাসের প্রথম ক্রিকেটারও ছিলেন সাকিব।