হোম > খেলা > ক্রিকেট

সমতায় ফিরতে ভারতকে ১২০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

সিলেটে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নেমে খুব বেশি সুবিধা করতে পারেনি বাংলাদেশ নারী দল। ভারতের বিপক্ষে ১১৯ রানে অলআউট হয়েছে তারা। পাঁচ ম্যাচের সিরিজে সমতায় ফিরতে হলে বোলিংয়ে দুর্দান্ত কিছু করতে হবে মারুফা আক্তার-নাহিদা আক্তারদের।

আজ সিলেটে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। ১৪ রানেই প্রথম উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ১০ রানে দিলারা আক্তার আউট হওয়ার পর অবশ্য দ্বিতীয় উইকেটে রান বাড়ানোর চেষ্টা করেছিলেন সোবহানা মোস্তারি এবং মুর্শিদা খাতুন। ব্যক্তিগত ১৯ রানে মোস্তারি আউট হওয়ায় তাঁদের জুটিটা ২৮ রানেই ভেঙে যায়।

চারে নেমে দলের হাল ধরতে এসে দ্রুত ফিরে যান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও (৬)। দ্রুত আরও দুই উইকেট হারিয়ে একসময় বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৬৯ রান। এর কিছুক্ষণ পরেই প্রচণ্ড গরমের এই সময় স্বস্তির বৃষ্টি নামে সিলেটে। এতে প্রায় ৪৫ মিনিট খেলা বন্ধ থাকে।

স্বস্তির বৃষ্টি নামলেও বাংলাদেশের জন্য মাঠের পারফরম্যান্স অস্বস্তির ছিল। বাকি ৫ উইকেট হারিয়ে পরে ৫০ রান যোগ করতে পারে বাংলাদেশ। এর মধ্যে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ ৩২ রানের জুটি গড়েন মুর্শিদা খাতুন এবং রিতু মনি। ২০ রানে রিতু আউট হওয়ার পর শেষ বলে আউট হওয়ার আগে ১১৯ রান করে বাংলাদেশ। সর্বোচ্চ ৪৬ রান করেন মুর্শিদা। ১৯ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার রাধা যাদব। এর আগে সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে ৪৪ রানে হারে বাংলাদেশ।

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল