হোম > খেলা > ক্রিকেট

কোথায় পড়ে আছি আমরা

আমিনুল ইসলাম বুলবুল

অভিষেক টেস্টে সেঞ্চুরির কীর্তি রয়েছে আমিনুল ইসলাম বুলবুলের। ছবি: ফাইল ছবি আমিনুল ইসলাম বুলবুল

একটা কথা মাঝে মাঝে মনে হয়, এই যে পবিত্র, এই যে এত বড় একটা খেলা আমাদের ক্রিকেট, দেশের সবাই ভালোবাসে, দেশের সবাই অনুসরণ করে। দেশের সবাই এটাকে দেখতে চায় আরও সুন্দর, আরও প্রতিষ্ঠিত, আরও পেশাদারি চোখে।

আমি কিছু বলতে চাই না এখানে, তবে একটা কথা বলতে চাই, সবার জবাবদিহি থাকা উচিত। একটা খেলোয়াড় যখন খারাপ খেলে, তখন তার পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ দিয়ে দিই। একজন আম্পায়ার যখন একের পর এক ভুল সিদ্ধান্ত দেয়, তাকে আমরা বাদ দেই। আর যারা আছে, কার কোথায় জবাবদিহি আছে আমি জানি না। সকলের জবাবদিহি থাকা উচিত। ক্রিকেট শুধুমাত্র এখন একটা খেলা না, এটা আমাদের সবচেয়ে বড় গৌরবের ব্যাপার। এই গর্বটা যদি আমরা ধরে রাখতে পারি, সে জন্য আমাদের মনে হয় যে, সকলেরই জবাবদিহি থাকা উচিত। যেখানে থেকে আমরা নির্দেশনা নিতে পারি বা রিপোর্ট করতে পারি। আমাদের এই ধরনের ঊর্ধ্বতন মহল কি আছে, আমি জানি না।

কদিন আগে মেয়েরা ওয়ানডে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করল, ভালো সংবাদ। অন্যদিকে ধারাবাহিক খারাপ খেলছে ছেলেদের জাতীয় দল। শেষ পর্যন্ত ঘরের মাঠে জিম্বাবুয়ের কাছে হেরেছি আমরা। মনোযোগ যেখানে রাখা দরকার, সেখানে না রেখে ঘরোয়া ক্রিকেট থেকেই বের হতে পারলাম না। মোহামেডান-আবাহনী থেকেই বের হতে পারলাম না। কোথায় পড়ে আছি আমরা?

লেখক: সাবেক অধিনায়ক

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ