হোম > খেলা > ক্রিকেট

কোথায় পড়ে আছি আমরা

আমিনুল ইসলাম বুলবুল

অভিষেক টেস্টে সেঞ্চুরির কীর্তি রয়েছে আমিনুল ইসলাম বুলবুলের। ছবি: ফাইল ছবি আমিনুল ইসলাম বুলবুল

একটা কথা মাঝে মাঝে মনে হয়, এই যে পবিত্র, এই যে এত বড় একটা খেলা আমাদের ক্রিকেট, দেশের সবাই ভালোবাসে, দেশের সবাই অনুসরণ করে। দেশের সবাই এটাকে দেখতে চায় আরও সুন্দর, আরও প্রতিষ্ঠিত, আরও পেশাদারি চোখে।

আমি কিছু বলতে চাই না এখানে, তবে একটা কথা বলতে চাই, সবার জবাবদিহি থাকা উচিত। একটা খেলোয়াড় যখন খারাপ খেলে, তখন তার পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ দিয়ে দিই। একজন আম্পায়ার যখন একের পর এক ভুল সিদ্ধান্ত দেয়, তাকে আমরা বাদ দেই। আর যারা আছে, কার কোথায় জবাবদিহি আছে আমি জানি না। সকলের জবাবদিহি থাকা উচিত। ক্রিকেট শুধুমাত্র এখন একটা খেলা না, এটা আমাদের সবচেয়ে বড় গৌরবের ব্যাপার। এই গর্বটা যদি আমরা ধরে রাখতে পারি, সে জন্য আমাদের মনে হয় যে, সকলেরই জবাবদিহি থাকা উচিত। যেখানে থেকে আমরা নির্দেশনা নিতে পারি বা রিপোর্ট করতে পারি। আমাদের এই ধরনের ঊর্ধ্বতন মহল কি আছে, আমি জানি না।

কদিন আগে মেয়েরা ওয়ানডে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করল, ভালো সংবাদ। অন্যদিকে ধারাবাহিক খারাপ খেলছে ছেলেদের জাতীয় দল। শেষ পর্যন্ত ঘরের মাঠে জিম্বাবুয়ের কাছে হেরেছি আমরা। মনোযোগ যেখানে রাখা দরকার, সেখানে না রেখে ঘরোয়া ক্রিকেট থেকেই বের হতে পারলাম না। মোহামেডান-আবাহনী থেকেই বের হতে পারলাম না। কোথায় পড়ে আছি আমরা?

লেখক: সাবেক অধিনায়ক

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া