হোম > খেলা > ক্রিকেট

বিমানে পানি খেয়ে আইসিইউতে ভারতীয় ক্রিকেটার

বিমানে বড্ড তৃষ্ণা পেয়েছিল মায়াঙ্ক আগারওয়ালের। সে তৃষ্ণা মেটাতে গিয়ে এত বড় বিপদে পড়বেন, তা কি আর ঘুণাক্ষরেও টের পেয়েছিলেন ভারতীয় ক্রিকেটার। এক বোতল পানি খেয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) যেতে হয়েছে মায়াঙ্কের। 

আগরতলায় রঞ্জি ট্রফির ম্যাচ শেষে দিল্লিগামী বিমানে উঠেছিল কর্ণাটক দল। বিমানে উঠে বোতলের পানি পানের পর মায়াঙ্ক জানান তাঁর মুখ ও গলা জ্বালা করছে। যেমনটা পুড়ে গেলে জ্বালা করে ঠিক তেমন। পরে তাই ঝুঁকি না নিয়ে বিমান থেকে নামিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়। 

হাসপাতালের প্রাথমিক চিকিৎসায় কাজ না হলে মায়াঙ্ককে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউতে) ভর্তি করানো হয়। বর্তমানে আগরতলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। তবে ৩২ বছর বয়সী ব্যাটার এখন বিপদমুক্ত আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

ত্রিপুরার বিপক্ষে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে আগরতলায় এসেছিল কর্ণাটক। প্রতিপক্ষের ২০ রানের জয়ের ম্যাচে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন কর্ণাটকের অধিনায়ক মায়াঙ্ক। প্রথম ইনিংসে ৫১ রানের পর দ্বিতীয় ইনিংসে করেন ১৭ রান। ম্যাচ জয়ের রেশ নিয়ে পরে দিল্লিতে ফেরার উদ্দেশে এক বিমানে ওঠেন তাঁরা। কিন্তু বিমানে ওঠার পর বোতল থেকে পানি পান করলে অসুস্থ হয়ে পড়েন ভারতের হয়ে টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ২৬ ম্যাচ খেলা মায়াঙ্ক।

বিয়ে করেছেন ক্রিকেটার রুমানা

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপ শুরু যুবাদের

শতভাগ ফিট হয়ে নির্বাচকেদের দিকে তাকিয়ে খাজা

প্রথম ম্যাচেই বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাল আফগানিস্তান

দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ ভারতের ৪ ক্রিকেটার

হ্যাট্রটিক শিরোপার মিশনে ফিল্ডিংয়ে বাংলাদেশ

২২৯ রান করেও আফসোসটা থেকেই গেল ডাচ ক্রিকেটারের

ইংল্যান্ড দলে ২০ বছরে যা পাননি, এবার তা-ই পেলেন অ্যান্ডারসন

গম্ভীর কি ক্রিকেট কোচ নাকি ফুটবল কোচ, প্রশ্ন ভারতীয় ক্রিকেট বিশ্লেষকের

গতিতারকা শোয়েব আখতারকে যেভাবে কাজে লাগাতে চায় ঢাকা