হোম > খেলা > ক্রিকেট

প্রতিদ্বন্দ্বিতার আভাস বিসিবির নির্বাচনে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০১৭ সালের মতো এবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন নিয়ে সেভাবে উত্তাপ-উত্তেজনা দেখা যাচ্ছে না। তবে পরশু ও গতকাল পরিচালকদের মনোনয়নপত্র বিতরণের পর বোঝা গেল, সেভাবে নির্বাচনী উত্তাপ না থাকলেও ঢাকা-রাজশাহী (ক্যাটাগরি-১) ও অন্যান্য প্রতিনিধি (ক্যাটাগরি-৩) পরিচালক পদে ভালো প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। মনোনয়নপত্র বিতরণের শেষ দিনে নির্বাচনযোগ্য বিসিবির ২৩ পরিচালক পদের বিপরীতে মোট মনোনয়নপত্র নিয়েছেন ৩২ জন। মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ৩০ সেপ্টেম্বর।   

আবারও প্রতিদ্বন্দ্বিতার আভাস ঢাকায় 
আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থার প্রতিনিধি (ক্যাটাগরি-১) থেকে ১০ পরিচালক পদের বিপরীতে ১৩ জন মনোনয়নপত্র নিয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল ও রংপুর বিভাগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন মনোনয়নপত্র সংগ্রহ করা সংগঠকেরা। তবে ঢাকার দুটি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ফরম নিয়েছেন চারজন। নারায়ণগঞ্জ থেকে তানভীর আহমেদ টিটু, মানিকগঞ্জ থেকে বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়, কিশোরগঞ্জ থেকে সৈয়দ আশফাকুল ইসলাম টিটু ও মাদারীপুর থেকে খালিদ হোসেন। ২০১৭ সালেও পরীক্ষায় পড়তে হয়েছিল এই বিভাগের প্রতিদ্বন্দ্বীদের। ঢাকা বিভাগ থেকে নির্বাচিত হয়েছিলেন নাঈমুর ও আশফাকুল। গতবার হেরে যাওয়া তানভীর অবশ্য হাল ছাড়ছেন না। এবারও লড়াইয়ের প্রত্যয় তাঁর, ‘সবারই সুযোগ আছে নির্বাচন করার। গতবারও নির্বাচন করেছি। নির্বাচন হলে সেটা তো করবই।’   

রাজশাহীতে পাইলট বনাম স্বপন 
শেষ পর্যন্ত নাটকীয় কিছু না হলে ঢাকার মতো একটা ‘খেলা’ হতে পারে রাজশাহীতেও। এই বিভাগে এক পদের বিপরীতে ফরম নিয়েছেন দুজন—সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ও বিসিবির বর্তমান পরিচালক সাইফুল আলম স্বপন চৌধুরী। গত পরশু পাইলট সাংবাদিকদের বলেছেন, ‘খুব ইচ্ছা ছিল ক্রিকেটের সঙ্গে কাজ করার। রাজশাহী বিভাগের কাউন্সিলররা যদি সহায়তা করেন, আশা করি বোর্ডে আসব, অভিজ্ঞতা কাজে লাগাতে পারব।’ 

সুজনকে ফাহিমের চ্যালেঞ্জ
অন্যান্য প্রতিনিধি বা ক্যাটাগরি-৩ থেকে একজন পরিচালক নির্বাচিত হবেন। ধারণা করা হচ্ছিল এই ক্যাটাগরিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন খালেদ মাহমুদ সুজন। গতকাল মনোনয়নপত্র নেওয়ার শেষ মুহূর্তে তাঁকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম। দেশের স্বনামধন্য ক্রিকেট বিশ্লেষক নির্বাচন নিয়ে বলেছেন, ‘আমরা যারা (নির্বাচনে) অংশ নিচ্ছি, তারা সবাই যোগ্য। আমার সঙ্গে সুজনের দেখা হয়েছে। দুজন দুজনকে শুভকামনা জানিয়েছি। আশা করি ভালো পরিবেশে নির্বাচনটা হবে।’ অন্যদিক সুজনও প্রস্তুত ফাহিমের চ্যালেঞ্জ নিতে। বলেছেন, ‘এর আগে আমার একটা নির্বাচন (২০১৩) করার অভিজ্ঞতা আছে। এই বোর্ডে আট বছর কাজ করেছি। কতটা ভালো কাজ করেছি সেটার মূল্যায়ন বুঝতে পারব (এই নির্বাচনে)।’ 

ক্লাবে হতে পারে ‘মিসড কল’! 
গতকাল পরিচালক পদে মনোনয়নপত্র নিয়েছেন বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। তাঁর মতো ঢাকা মেট্রোপলিটন ক্লাব প্রতিনিধি (ক্যাটাগরি-২) হিসেবে ১২ পরিচালক পদের বিপরীতে মনোনয়ন ফরম নিয়েছেন ১৭ জন। যতই ফরম নিন, এই ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা ক্ষীণ। সর্বশেষ পরিচালনা পর্ষদের এক প্রভাবশালী বোর্ড পরিচালক বললেন, ‘ক্লাব ক্যাটাগরিতে মনে হয় না প্রতিদ্বন্দ্বিতা হবে। এখানে কিছু মিসড কল (মনোনয়নপত্র প্রত্যাহার করবেন) আছে! তবে ঢাকা-রাজশাহীতে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। সেখানে আমাদের সমর্থন দেওয়ার খুব একটা সুযোগ নেই। যেহেতু জেলার বেশির ভাগ কাউন্সিলরকে চিনি না। মনে হচ্ছে, তাঁদের প্রতিদ্বন্দ্বিতা করেই আসতে হবে।’    

শুরুটা দারুণ হলেও শেষটা বাজে তাসকিনের

চুরির আগে চোর ধরার উপায় বের করেছে বিসিবি

বাংলাদেশে অনেক প্রতিভাবান ক্রিকেটার দেখেছি, রংপুর কোচ

‘নোয়াখালী বিভাগ হলে খুব ভালো হবে’

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান কীভাবে করবে বিসিবি

মোস্তারির টানা তিন ফিফটিতে সবার ওপরে উত্তরাঞ্চল

রেকর্ড জয়ে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলল নিউজিল্যান্ড, বাংলাদেশ কোথায়

কবে অবসর নেবেন রোহিত শর্মা

ভারতকে হারিয়ে ২১ লাখ টাকা পাচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররা

আইসিসি কেন এই সিস্টেমের খরচ বহন করছে না, প্রশ্ন স্টার্কের