হোম > খেলা > ক্রিকেট

রাজাদের রাজত্বে দিশেহারা বাংলাদেশ

সিকান্দার রাজা আর ইনোসেন্ট কাইয়ার ১৯২ রানের জুটিতেই প্রথম ওয়ানডে হেরেছিল বাংলাদেশ। আজ দ্বিতীয় ওয়ানডেতেও রাজা চোখ রাঙাচ্ছেন। আর তাঁকে দারুণ সঙ্গ দিচ্ছেন রেজিস চাকাভা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ চার উইকেটে ১৬৮। জয়ের জন্য শেষ ২০ ওভারে স্বাগতিকদের দরকার ১৩৪ রান

দলীয় ৪৯ রানে ৪ উইকেট হারিয়েছিল জিম্বাবুয়ে। এরপর পঞ্চম উইকেটে জুটি বাধেন রাজা ও চাকাভা। ৯৮ বলে ১১৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে এগিয়ে নিচ্ছেন এই দুজন। ৮৩ বলে ৬৮ রান নিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন রাজা। রাজার চেয়ে চাকাভার ব্যাটই অবশ্য আজ বেশি চওড়া। ৪০ বলে ৬০ রান নিয়ে ব্যাটিং করছেন জিম্বাবুয়ে অধিনায়ক। 

এর আগে বাংলাদেশের শুরুটা হয়েছিল প্রত্যাশিত। প্রথম ওভারেই স্বাগতিকদের উদ্বোধনী জুটি ভাঙেন হাসান মাহমুদ। তাকুদজোয়ানাশে কাইয়াতানো গোল্ডেন ডাকে ফেরান তিনি। নিজের পরের ওভারে তিন নম্বরে ব্যাটিংয়ে আসা কাইয়াকেও ফেরান এই পেসার। দু’জনই উইকেটের পেছনে থাকা মুশফিকুর রহিমের গ্লাভসে ধরা পড়েন। 

ওপেনার তাদিওয়ানাশে মারুমানির সঙ্গে জুটি বড় করতে ব্যর্থ হন ওয়েসলি মাদহেভেরেও (২)। ১৪ রানের এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। এরপর দলীয় ৪৯ রানে তাদিওয়ানাশেকে নিজের প্রথম ওভারে ফেরান তাইজুল ইসলাম। ২৫ রান করে ফেরেন এই ওপেনার।

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ভেসে গেল রিশাদদের ম্যাচ

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে

স্বস্তিতে নেই ভারতও, অপেক্ষায় বিসিবি

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন