হোম > খেলা > ক্রিকেট

নাটকীয় শেষ বলে কী ভাবছিলেন সৈকত

প্রথমবারের মতো বিশ্বকাপে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। ব্রিসবেনের গ্যাবার ম্যাচটি ছিল নাটকীয়তায় ভরা। এমন নাটকীয়তার ম্যাচে বাংলাদেশকে ৩ রানে জিতিয়েছেন শেষ ওভারে বোলিংয়ে আসা মোসাদ্দেক হোসেন সৈকত। ম্যাচের ফল নির্ধারণী ওভারটিতে স্বাভাবিকভাবেই চাপে থাকার কথা তাঁর। তবে সে সময় নাকি কোনো চাপ অনুভব করেননি এমনটি জানিয়েছেন তিনি। 

শেষ বল করার সময় কী ভাবছিলেন ম্যাচ শেষে তা জানিয়েছেন মোসাদ্দেক।

তিনি বলেছেন, ‘আমাদের জন্য অন্য রকম এক অভিজ্ঞতা ছিল। দ্বিতীয়বার মাঠে আসার পর আমরা স্নায়ুকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলাম। মাঠে যা-ই হোক না কেন, আমাদের পরিকল্পনা অনুযায়ী বল করি। মেরে নিতে পারলে ঠিক আছে। এটা নিয়ে কোনো চিন্তা করিনি আমরা।’ 

ইনিংসের শেষ বলটা করার সময় সাকিবের সঙ্গে কী কথা হয়েছে সেটাও জানিয়েছেন মোসাদ্দেক। বাংলাদেশের এই অলরাউন্ডার বলেছেন, ‘সাকিব ভাইয়ের সঙ্গে দুই রকম কথা হয়েছিল। ইয়র্কার করব নাকি লেন্থ বল করব। মাঠ ছোট হওয়ায় ইয়র্কারের ঝুঁকি নিইনি। কারণ লেন্থ মিস হলে ছক্কা খাওয়ার সম্ভাবনা ছিল। এ জন্য আমরা পরিকল্পনা করছিলাম যে, একটু ব্যাক অব লেন্থে, একটু জোরের ওপর করব, যেন মিস টাইমিং হওয়ার সম্ভাবনা থাকে।’ 

শেষ ওভারে জিম্বাবুয়ের দরকার ছিল ১৬ রান। মোসাদ্দেক হোসেন বল করতে এসে দ্বিতীয় বলেই তুলে নিয়েছিলেন ব্রাড ইভান্সের উইকেট। তৃতীয় বলে লেগবাই থেকে জিম্বাবুয়ে পেয়েছিল ৪ রান। চতুর্থ বলে ছক্কা মেরেছিলেন এনগারাভা। পরের বলেই স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন এনগারাভা। তবে শেষ বলটি নিয়ে হয় নাটকীয়তা। ব্লেসিং মুজরাবানিকে স্টাম্পিং করলেও তা বাতিল হয়ে যায়। উইকেটের আগে ভুল করে বল ধরেছিলেন সোহান। শেষ বলে তখন জিম্বাবুয়ের দরকার ৪ রান। ওই বলটি ডট দিয়ে বাংলাদেশকে ৩ রানের জয় এনে দেন মোসাদ্দেক। 

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল