হোম > খেলা > ক্রিকেট

দিন শেষে ২ রানে এগিয়ে নিউজিল্যান্ড

পাকিস্তানকে ব্যাটিংয়ে জবাবটা ভালোভাবেই দিয়েছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ২ রানে এগিয়ে থেকে করাচি টেস্টের তৃতীয় দিন শেষ করেছে কিউইরা। ৬ উইকেটে ৪৪০ রানে আগামীকাল চতুর্থদিন শুরু করবে সফরকারী দল।

ব্যাটিং অর্ডারের তিনে নেমে ১০৫ রানে অপরাজিত আছেন কেন উইলিয়ামসন। কিউই অধিনায়ককে সঙ্গ দিচ্ছেন ইশ সোধি (১)। এর আগে বিনা উইকেটে ১৬৫ রানে দিন শুরু করে সফরকারীরা। ৮ রানের জন্য ডেভন কনওয়ে সেঞ্চুরি বঞ্চিত হলেও টম লাথাম ঠিকই তিন অঙ্কের দেখা পেয়েছেন। ৮২ রানে দিন শুরু করেন তিনি।

তৃতীয় দিনের প্রথম সেশনে প্রথম উইকেটের দেখা পায় পাকিস্তান। দলীয় ১৮৩ ছিন্ন হয় লাথাম-কনওয়ের ওপেনিং জুটি। ব্যক্তিগত ৯২ রানে নওমান আলীর এলবিডব্লিউর ফাঁদে পড়েন কনওয়ে। ৭৮ রানে দ্বিতীয় দিন শেষ করেছিলেন তিনি। এরপর আবরার আহমেদের বলে লাথাম থামেন ১১২ রানে। 

নিউজিল্যান্ড এগোতে থাকে উইলিয়ামসনের ব্যাটে। হেনরি নিকোলসের (২২) সঙ্গে ৪১, ড্যারিল মিচেলের (৪২) ৬৫ ও উইকেটরক্ষক টম ব্লান্ডেলের (৪৭) সঙ্গে ৯০ রানের জুটি গড়ার পাশাপাশি টেস্ট ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরি তুলে নেন কিউই অধিনায়ক। 

পাকিস্তানের হয়ে ৩ উইকেট নিয়েছেন আবরার ও ২ উইকেট গেছে নওমানের ঝুলিতে। এর আগে টস জিতে স্বাগতিকেরা অধিনায়ক বাবর আজম ও আগা সালমানের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে করে ৪৩৮ রান।

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ