হোম > খেলা > ক্রিকেট

এশিয়া কাপ খেলতে সমস্যা নেই ধর্ষণে অভিযুক্ত লামিচানের

এশিয়া কাপ খেলতে সবার আগে নেপাল ক্রিকেট দল পাকিস্তানে পৌঁছেছিল ঠিকই। কিন্তু দলের সঙ্গে যেতে পারেননি সন্দীপ লামিচানে। কারণ তাঁর বিরুদ্ধে ধর্ষণ মামলা সংক্রান্ত জটিলতা ছিল। এবার তাঁর যেতে কোনো বাধা নেই। 

বুধবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে নেপাল। আর লামিচানের বিরুদ্ধে ধর্ষণ মামলার শুনানি হওয়ার কথা ছিল আজ। এবার মামলার শুনানির তারিখ পিছিয়ে গেছে। ৭ সেপ্টেম্বর হবে লামিচানের ধর্ষণ মামলার শুনানি। লামিচানের আইনজীবী সরোজ ঘিমরি এএফপিকে বলেছেন, ‘সন্দীপ পাকিস্তানে খেলতে যাবে।’ এরপর ৪ সেপ্টেম্বর পাল্লেকেলেতে ভারতের বিপক্ষে খেলবে নেপাল। 

গত বছরের ৬ সেপ্টেম্বর গৌশালা মহানগর পুলিশের কাছে লামিচানের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলেন ১৭ বছরের কিশোরী। ৮ সেপ্টেম্বর কাঠমান্ডু জেলা আদালত নেপালি এই তারকা ক্রিকেটারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গ্রেপ্তারি পরোয়ানা জারির পরই নেপালি লেগস্পিনারের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরপর ৬ অক্টোবর দেশে ফিরলে কাঠমাণ্ডু ত্রিভুবন বিমানবন্দর থেকে তাঁকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করেছিল পুলিশ। নিজেকে তখন নির্দোষ দাবি করেছিলেন নেপালি এই তারকা ক্রিকেটার। দল থেকে বহিষ্কার হওয়ার পর কয়েক মাস জেল খাটতে হয়েছিল তাঁকে। এরপর তাঁর ওপর থেকে এ বছরের জানুয়ারিতে নিষেধাজ্ঞা তুলে নেয় ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (ক্যান)।

‘খলনায়ক’ রিয়াদের ব্যাটেই জিতল রংপুর

২ ম্যাচ খেলেই টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ক্রেমার

কারা আছেন বাংলাদেশের যুব বিশ্বকাপ দলে

৪০০ উইকেটের ক্লাবে মোস্তাফিজ

ভক্তদের সঙ্গে যেটা হচ্ছে, সেটা সাকিবের খুব খারাপ লাগে

‘ক্রিকেট বোর্ড ভাঙতে পারে, আবার আইসিসিতেও যেতে পারে’

৭ ‘নতুন মুখ’ নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা

অ্যাশেজে অপেক্ষা ফুরাচ্ছে ম্যাথু পটসের

ঢাকাকে উড়িয়ে জয়ে ফিরল চট্টগ্রাম

জুনে অস্ট্রেলিয়া, আগস্টে বাংলাদেশে আসছে ভারত