হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের বাজে খেলা কষ্ট দেয় ফারুককে

ক্রীড়া ডেস্ক    

ফারুক আহমেদ। ফাইল ছবি

সবশেষ চার ওয়ানডে সিরিজের প্রতিটিতেই হেরেছে বাংলাদেশ। গত ১১ মাসে বাংলাদেশ দুবার ওয়ানডে সিরিজ হেরেছে শুধু আফগানদের কাছেই। গতকাল আফগানদের দেওয়া ১৯১ রানের লক্ষ্যও পাড়ি দিতে পারেনি মেহেদী হাসান মিরাজের দল। হেরেছে ৮১ রানে। এমন হার কষ্ট দিচ্ছে বিসিবি সহ-সভাপতি ফারুক আহমেদকে।

ওয়ানডেতে ধারাবাহিক ব্যর্থতা নিয়ে আজ সিলেটে সাংবাদিকদের ফারুক বলেন, ‘গত ৬ মাসে আমাদের টি-টোয়েন্টির ফল খুব ভালো। সাবেক অধিনায়ক হিসেবে মনে করি, মিডল অর্ডারে টিম ম্যানেজমেন্টও ঠিক বুঝতে পারছে না কাকে কোন জায়গায় ব্যবহার করব। কিছু খেলোয়াড় ছন্দ হারিয়ে ফেলেছে। ওয়ানডে দলটা সবচেয়ে শক্তিশালী হওয়ার কথা। প্রধান নির্বাচক হিসেবে আমার দুই মেয়াদে (২০০৩-০৭,২০১৩-১৬) ওয়ানডে দলটা দাঁড় করিয়ে ফেলেছিলাম। আবার অবনতি হয়েছে। এটা আমাকে কষ্ট দেয়। একটা দলকে তৈরি করে এগোনো উচিত, ঘন ঘন পরিবর্তন হলে খেলোয়াড়েরা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। দল খারাপ করলে এখান থেকে বেরোনো কঠিন হয়ে যায় টিম ম্যানেজমেন্টকে বিষয়টি নিয়ে বসতে হবে।’

অধিনায়কত্ব পেয়ে পরপর দুই সিরিজে হেরেছেন মিরাজ। তাঁকে আরও সময় দেওয়া প্রয়োজন বলে মনে করেন ফারুক। তিনি বলেন, ‘মিরাজ ক্যাপ্টেনস ম্যাটারিয়াল। যখন দল ভালো খেলে তখন অধিনায়কের অনেক ভুল বের হয়। ভালো করলে তখন ভুল করলেও পার পাওয়া যায়। একজন অধিনায়ককে দায়িত্ব দিলেই অলৌকিক কিছু উপহার দেব। অন্তত এক–দুই বছর সময় দিলে তখন ভালো ফল পাওয়া যায়। মিরাজ একেবারে খারাপ করছে না। আরেকটু সময় দিলে ওর অধিনায়কত্ব ভালো লাগবে দেখতে।’

বিয়ে ভাঙার পর মুখ খুললেন ভারতীয় নারী ক্রিকেটার

বাংলাদেশের কাছে পাত্তাই পেল না শ্রীলঙ্কা

জাকিরের সেঞ্চুরিতে শিরোপার সুবাস পাচ্ছে সিলেট

পাকিস্তানকে উড়িয়ে দিলেন বাংলাদেশের মেয়েরা

‘কে বলেছে কোহলি ১০০ সেঞ্চুরি করতে পারবে না’

গোলাপি বলের টেস্টেও ইংল্যান্ডকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া

আমিরাতের লিগে খেলার আগে দোয়া চাইলেন তাসকিন

ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ এখন নামিবিয়ায়

জয়সওয়ালের সেঞ্চুরিতে সিরিজ ভারতের

আনিসুল-মার্শালের সেঞ্চুরিতে প্রথম দিনটা ঢাকার