হোম > খেলা > ক্রিকেট

ভারতকে লজ্জার রেকর্ডে নাম লেখানোর পর দুঃসংবাদ পেল দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক    

ভারত সিরিজ খেলাই হচ্ছে না কাগিসো রাবাদার। ছবি: ক্রিকইনফো

কলকাতায় ১৬ নভেম্বর ভারতকে লজ্জাজনক এক রেকর্ডে নাম লেখাতে বাধ্য করেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু পাঁজরের চোটে পড়ায় প্রোটিয়াদের এই ঐতিহাসিক জয়ের সাক্ষী হতে পারেননি কাগিসো রাবাদা। এবার জানা গেল, ভারত সিরিজে আর একটা ম্যাচও তিনি খেলতে পারবেন না।

দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা দক্ষিণ আফ্রিকা আগামীকাল খেলতে নামবে ভারতের বিপক্ষে। কিন্তু গুয়াহাটিতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগ মুহূর্তে দুঃসংবাদ পেল দক্ষিণ আফ্রিকা। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আজ এক বিবৃতিতে বলেছে, ‘‘প্রোটিয়াদের মেডিকেল টিম তাঁর চোট নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আক্রান্ত স্থানে অস্বস্তি অনুভব করায় ভারত সফরের বাকি অংশ থেকে নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন তিনি। চার সপ্তাহের পুনর্বাসনপ্রক্রিয়ার প্রথম ধাপের কার্যক্রম তিনি প্রোটিয়া মেডিকেল টিমের সঙ্গে চালিয়ে যাবেন। সিরিজের দ্বিতীয় টেস্ট শেষে তিনি দক্ষিণ আফ্রিকায় ফিরতে পারবেন তিনি।’

কলকাতায় ঐতিহাসিক ম্যাচ জয়ের পর টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা এখন অবস্থান করছে গুয়াহাটিতে। ক্রিকইনফোর এক প্রতিবেদন থেকে জানা গেছে, চোটে আক্রান্ত হওয়ার পর গত মঙ্গলবার (১৮ নভেম্বর) তিনি বোলিং করেননি। পরশু গুয়াহাটিতে অনুশীলনও করেননি। দক্ষিণ আফ্রিকার জার্সিতে সবশেষ ম্যাচ রাবাদা খেলেছেন পাকিস্তানের বিপক্ষে টেস্টে। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে ২ উইকেট নিয়েছিলেন তিনি। গত মাসে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছিল। সেই সিরিজে প্রোটিয়া পেসার নিয়েছিলেন ৪ উইকেট।

ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট দিয়ে ৬ বছর পর কলকাতার ইডেন গার্ডেন্সে ফিরেছিল টেস্ট। কিন্তু সেই টেস্ট শেষ হয়ে গিয়েছিল মাত্র তিন দিনে। ১২৪ রানের মামুলি লক্ষ্য পেয়েও ৯৩ রানে গুটিয়ে গেল ভারত। তাতে ইডেনে সবচেয়ে কম রান ডিফেন্ডের রেকর্ডটা নিজেদের করে নিল প্রোটিয়ারা। এর আগে ইডেনে এই রেকর্ডটা ছিল ভারতেরই।

দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে ভারত-দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে সীমিত ওভারের ক্রিকেটে। ৩০ নভেম্বর রাঁচিতে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ৩ ও ৬ ডিসেম্বর রায়পুর ও বিশাখাপত্তনমে হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। ৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত হবে ভারত-দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

আরও পড়ুন:

কলকাতায় ভারতের মতো ভরাডুবি আর কারও হয়নি

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল

বাজে রেকর্ডে নাম লেখানোর পর নিজেকেই ‘লাথি মারছেন’ ভারতীয় ক্রিকেটার