হোম > খেলা > ক্রিকেট

ভিভ রিচার্ডসকে যেখানে ছাড়িয়ে গেলেন স্টোকস 

টেস্টে ছক্কা মারতেই যেন বেশি পছন্দ করেন বেন স্টোকস। তিন সংস্করণের মধ্যে ক্রিকেটের রাজকীয় সংস্করণে বেশি ছক্কা মেরেছেন তিনি। ছক্কারই এক রেকর্ডে স্টোকস ছাড়িয়ে গেলেন স্যার আইজ্যাক ভিভিয়ান রিচার্ডসকে। 

এজবাস্টনে শুরু হয়েছে ২০২৩ অ্যাশেজ। অ্যাশেজের প্রথম টেস্টে কোনো ছক্কা মারতে পারেননি। লর্ডসে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও আসেনি কোনো ছক্কা। টানা তিন ইনিংস ছক্কাশূন্য থাকার পর লর্ডসের দ্বিতীয় ইনিংস থেকে শুরু হয় ছক্কাবৃষ্টি। ২১৪ বলে ১৫৫ রানের ঝোড়ো ইনিংস খেলার পথে ৯টি ছক্কা মারেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। আর গতকাল লিডসে প্রথম ইনিংসে মেরেছেন ৫টি ছক্কা। তাতে নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে সবচেয়ে বেশি ৩৮ ছক্কার রেকর্ড নিজের করে নিয়েছেন স্টোকস। ইংল্যান্ডের এই বাঁহাতি ব্যাটার পেছনে ফেলেছেন ভিভকে।

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ৩৪ ছক্কা মেরেছেন ইংল্যান্ডের বিপক্ষে। 

টেস্টে সবচেয়ে বেশি ১২৩টি ছক্কা মেরেছেন স্টোকস। ১০৭টি ছক্কা মেরে দ্বিতীয় স্থানে ব্রেন্ডন ম্যাককালাম। কয়েক মাস আগেই ম্যাককালামকে ছাড়িয়ে যান স্টোকস। স্টোকস, ম্যাককালামের সঙ্গে টেস্টে এখন পর্যন্ত ছক্কার সেঞ্চুরি করেছেন তিন ক্রিকেটার। ১০০ ছক্কা মেরে এই তালিকায় তৃতীয় অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট। ভিভ রিচার্ডস টেস্টে ৮৯ ছক্কা মেরেছেন। 

নির্দিষ্ট কোনো প্রতিপক্ষের বিপক্ষে সবচেয়ে বেশি ছক্কা: 
ক্রিকেটার                        দল                        প্রতিপক্ষ                    ছক্কা
বেন স্টোকস                  ইংল্যান্ড                    অস্ট্রেলিয়া                     ৩৮ 
স্যার ভিভ রিচার্ডস        ওয়েস্ট ইন্ডিজ             ইংল্যান্ড                        ৩৪ 
বেন স্টোকস                  ইংল্যান্ড                  দক্ষিণ আফ্রিকা             ৩০ 
ইমরান খান                   পাকিস্তান                  ভারত                           ২৮ 
ক্রিস গেইল                   ওয়েস্ট ইন্ডিজ            নিউজিল্যান্ড                 ২৬

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি