হোম > খেলা > ক্রিকেট

টেস্ট অলরাউন্ডারের র‍্যাঙ্কিংয়ে সাকিবের উন্নতি

চট্টগ্রাম টেস্টে ভালো খেলার পুরস্কার পেয়েছেন সাকিব আল হাসান। টেস্টের অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে তিনে উঠে এসেছেন তিনি। আইসিসির সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে এমনটি জানা গেছে আজ।

ভারতের বিপক্ষে চলতি সিরিজের প্রথম টেস্টে ১২ ওভার বোলিং করে উইকেটশূন্য ছিলেন সাকিব। ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ৩ রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে খেলেছেন ১০৮ বলে ৮৪ রানের দুর্দান্ত এক ইনিংস। এবার দুর্দান্ত ইনিংসটির পুরস্কার পেলেন তিনি।

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অলরাউন্ডারের তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেও আজকের আগে টেস্টে ৪ নম্বরে ছিলেন সাকিব। এবার এক ধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন তিনি। বর্তমানে তাঁর রেটিং পয়েন্ট ৩২৯। তাঁকে জায়গা দিতে নিচে নেমে গেছেন বেন স্টোকস।

ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক স্টোকস আসলে আগের র‍্যাঙ্কিংয়ের দুই নম্বরে ছিলেন। সাকিব ও রবিচন্দ্রন অশ্বিনের এক ধাপ করে উন্নতি হওয়ায় ৩২৪ রেটিং পয়েন্ট নিয়ে ৪ নম্বরে আছেন তিনি। ৩৩৬ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে আছেন রবিচন্দ্রন অশ্বিন। আরেক ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ৩৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন।

র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মুশফিকুর রহিমেরও। চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসে ২৩ ও ২৮ রান করে দুই ধাপ এগিয়েছেন তিনি। বর্তমানে ৬৫৪ রেটিং পয়েন্ট নিয়ে যুগ্মভাবে অ্যাঞ্জেলো ম্যাথুস ও টম ব্লান্ডেলের সঙ্গে ১৭ নম্বরে আছেন দেশের অভিজ্ঞ এই ব্যাটার। ভালো খেলার পুরস্কার পেয়েছেন বাবর আজমও। ৮৭৫ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছেন পাকিস্তানের অধিনায়ক। তাঁর উপরে ৯৩৬ রেটিং পয়েন্টে শীর্ষে আছেন মারনাস লাবুশেন।

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা

চ্যাম্পিয়ন হয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে সেনেগালের ইতিহাস, বাংলাদেশ কোথায়