হোম > খেলা > ক্রিকেট

তাসকিনকে দেখে নেটে ব্যাটিং করেন শরীফুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টি-টোয়েন্টির এই যুগে বোলারদের ‘টুকটাক’ নয়, ব্যাটিংটা ভালোই জানতে হয়। লেজের দিকের ব্যাটাররা কীভাবে ব্যাট হাতে দলকে লড়াইয়ের স্কোর এনে দিতে পারেন, সে তো দেখাই গেল গত পরশু আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে। 

তাইজুল ইসলাম–শরীফুল ইসলাম ওই সঙ্গটুকু না দিলে মুশফিকুর রহিমের পক্ষে লড়াই করা কঠিনই হতো। সপ্তম উইকেটে তাইজুলের সঙ্গে মুশফিক গড়েছিলেন ৪৪ বলে ৩৩ রানের জুটি। আর অষ্টম উইকেটে শরীফুলের সঙ্গে তাইজুল গড়েন ২০ বলে ১৯ রানের ছোট এক কার্যকরী জুটি। শেষ দিকে এই ছোট কিন্তু সময়োপযোগী জুটিই দলকে এনে দেয় লড়াইয়ের স্কোর। 

পেসার শরীফুলও মনে করেন, মূল ভূমিকা বোলিং হলেও তাঁদের ব্যাটিংও ভালো পারতে হবে। বোলারদের ব্যাটিং নিয়ে বলতে গিয়ে শরীফুল কৃতিত্ব দিলেন তাঁর সিনিয়র সতীর্থ তাসকিন আহমেদকে। আজ ইংল্যান্ডে সাংবাদিকদের তিনি বলছিলেন, ‘সব দেশের টেল এন্ডাররা এখন ভালো ব্যাটিং করে। আমরাও সেভাবে চেষ্টা করছি। তাসকিন ভাইকে দেখে দেখে নেটে প্রতিদিন ব্যাটিং করছি। চেষ্টা করছি অবদান রাখতে। যদি ১০-১৫ রানও করি দলের উপকার হবে।’ 

ব্যাটিংয়ে অবদান রাখার বিষয়টি তো আছেই। গত দুই-তিন বছরে বাংলাদেশের পেসারদের ধারাবাহিক পারফরম্যান্সে জমে উঠেছে নিজেদের স্বাস্থ্যকর এক প্রতিযোগিতা। নিজেদের মধ্যে প্রতিযোগিতা নিয়ে শরীফুল বলেছেন, ‘যত প্রতিযোগিতা হবে তত ভালো। যে ভালো করবে দেশের জন্যই ভালো হবে। বেশ উপভোগ করছি । প্রতিযোগিতা বেশি হলে উপভোগও করা যায় বেশি। চাপ থাকলেও উপভোগ করছি।’

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’