হোম > খেলা > ক্রিকেট

অ্যাশেজ বাঁচাতে চার পরিবর্তন নিয়ে বক্সিং ডে টেস্টে নামবে ইংল্যান্ড

অ্যাশেজের প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পায়নি ইংল্যান্ড। তৃতীয় টেস্টে আগামীকাল মেলবোর্নে বাঁচা-মরার লড়াইয়ে নামবে জো রুটের দল। অ্যাশেজ বাঁচাতে এই ম্যাচে চার পরিবর্তন নিয়ে নামবে ইংল্যান্ড।

প্রথম দুই টেস্টে ইংল্যান্ডকে সবচেয়ে বেশি ভুগিয়েছে তাদের ব্যাটিং ব্যর্থতা। প্রথম দুই টেস্টে খারাপ করা ওপেনার ররি বার্নস ও মিডল অর্ডার ব্যাটার অলি পোপের জায়গায় সুযোগ পাচ্ছেন জ্যাক ক্রলি ও জনি বেয়ারস্টো। ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, তৃতীয় টেস্টে একাদশে চার পরিবর্তন আনতে যাচ্ছে ইংল্যান্ড। 

গত ম্যাচের দল থেকে বাদ পড়েছেন স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ওকস। বোলিং বিভাগে ক্রিস ওকসের জায়গায় আসছেন মার্ক উড। আর স্টুয়ার্ট ব্রডের পরিবর্তে খেলবেন জ্যাক লিচ। একাদশে পরিবর্তন নিয়ে রুট বলেন, ‘প্রথম দুই ম্যাচের স্কোরলাইন দেখে মনে হতে পারে অস্ট্রেলিয়া আমাদের চাইতে অনেক ভালো দল। কিন্তু আমি তেমনটা মনে করি না। আমরা যদি নিজেদের সামর্থ্যের ধারেকাছেও যেতে পারি, তাহলে ওদের অস্বস্তিকর অবস্থায় ফেলতে পারব।’ 

এদিকে অস্ট্রেলিয়া দলে ফিরছেন অধিনায়ক প্যাট কামিন্স। কামিন্সকে জায়গা ছেড়ে দিতে বাদ পড়েছেন শেষ ম্যাচে অভিষেক হওয়া মাইকেল নেসারের। বক্সিং ডে টেস্ট দিয়ে অস্ট্রেলিয়া দলে অভিষেক হবে ৩২ বছর বয়সী স্কট বলান্ডের।

বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ!

বিশ্বকাপ-ইস্যুতে লিটনদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা

ফাইনালে চট্টগ্রামকে পেল রাজশাহী

বিশ্বকাপ-ইস্যুতে রাতেই ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসছে বিসিবি

রিশাদের লক্ষ্য এখন ‘ফাইনাল’

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

বাংলাদেশ না খেললেও বিশ্বকাপের সূচি বদলাবে না আইসিসি

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

আইসিসিতে বাংলাদেশের ভাগ্যনির্ধারণী সভা শুরু

বাংলাদেশ ক্রিকেট নিষিদ্ধের আবেদন খারিজ করলেন ভারতীয় আদালত