হোম > খেলা > ক্রিকেট

গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের জার্সি উন্মোচন

আজকের পত্রিকা ডেস্ক­

এই জার্সিতেই গ্লোবাল সুপার লিগে খেলবে রংপুর রাইডার্স। ছবি: আজকের পত্রিকা

২৭ নভেম্বর থেকে গায়ানায় শুরু হবে গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টি। এই টুর্নামেন্টে খেলার জন্য জার্সি উন্মোচন করেছে রংপুর রাইডার্স। আজ সকালে বিসিবির মিডিয়া কনফারেন্স সেন্টারে এ জার্সি উন্মোচন করা হয়।

জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর রাইডার্স দলের অধিনায়ক নুরুল হাসান সোহান। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা প্রথমবারের মতো বাংলাদেশ থেকে কোনো টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিচ্ছি। টুর্নামেন্টে ভালো করার জন্য আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করব।’ রংপুর রাইডার্সে পাকিস্তানি ক্রিকেটার খুশদিল শাহ যোগ দিয়েছেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে রংপুর রাইডার্সের এই প্রতিনিধিত্ব সত্যিই গর্বের বিষয়। তারা স্থানীয় প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে একটি শক্তিশালী দল গঠন করেছে। আশা করি, তারা লিগে চমৎকার পারফর্ম করবে।’

রংপুর রাইডার্সের পরিচালক শানিয়ান তানিম বিসিবির সহযোগিতায় অভিভূত। তিনি বলেন, ‘বিসিবি আমাদের প্রস্তুতির জন্য অসাধারণ সহযোগিতা করেছে। প্রস্তুতি সুবিধাসহ বিভিন্ন সহায়তা পেয়েছি, যা আমাদের দলের প্রস্তুতিতে বড় ভূমিকা রেখেছে।’

জাকির জানাজায় অঝোরে কাঁদলেন মুশফিক-শরিফুলরা

ব্যবসায় ক্ষতি, সিরিজ জিতেও খুশি নয় ক্রিকেট অস্ট্রেলিয়া

শোককে শক্তিতে পরিণত করে জিতল ঢাকা

কোচের মৃত্যুতে মন কাঁদছে সাকিব-তাসকিনদের

মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের কোচ, শোকাচ্ছন্ন বিপিএল

হার্ট অ্যাটাক করে হাসপাতালে ঢাকার কোচ

অস্ট্রেলিয়ায় ১৫ বছরের অপেক্ষা ফুরাল ইংল্যান্ডের

শান্ত হতে পারলেন না রিকেলটন

নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে জয়ে শুরু চট্টগ্রামের

কোহলির বিশ্ব রেকর্ডের দিনে রোহিতের তেতো অভিজ্ঞতা