হোম > খেলা > ক্রিকেট

গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের জার্সি উন্মোচন

আজকের পত্রিকা ডেস্ক­

এই জার্সিতেই গ্লোবাল সুপার লিগে খেলবে রংপুর রাইডার্স। ছবি: আজকের পত্রিকা

২৭ নভেম্বর থেকে গায়ানায় শুরু হবে গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টি। এই টুর্নামেন্টে খেলার জন্য জার্সি উন্মোচন করেছে রংপুর রাইডার্স। আজ সকালে বিসিবির মিডিয়া কনফারেন্স সেন্টারে এ জার্সি উন্মোচন করা হয়।

জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর রাইডার্স দলের অধিনায়ক নুরুল হাসান সোহান। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা প্রথমবারের মতো বাংলাদেশ থেকে কোনো টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিচ্ছি। টুর্নামেন্টে ভালো করার জন্য আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করব।’ রংপুর রাইডার্সে পাকিস্তানি ক্রিকেটার খুশদিল শাহ যোগ দিয়েছেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে রংপুর রাইডার্সের এই প্রতিনিধিত্ব সত্যিই গর্বের বিষয়। তারা স্থানীয় প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে একটি শক্তিশালী দল গঠন করেছে। আশা করি, তারা লিগে চমৎকার পারফর্ম করবে।’

রংপুর রাইডার্সের পরিচালক শানিয়ান তানিম বিসিবির সহযোগিতায় অভিভূত। তিনি বলেন, ‘বিসিবি আমাদের প্রস্তুতির জন্য অসাধারণ সহযোগিতা করেছে। প্রস্তুতি সুবিধাসহ বিভিন্ন সহায়তা পেয়েছি, যা আমাদের দলের প্রস্তুতিতে বড় ভূমিকা রেখেছে।’

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা

চ্যাম্পিয়ন হয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে সেনেগালের ইতিহাস, বাংলাদেশ কোথায়

‘অযৌক্তিক চাপ দিয়ে ভারতে খেলতে বাধ্য করা যাবে না’