কলম্বো টেস্টে শ্রীলঙ্কার কাছে ইনিংস ও ৭৮ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। গলে প্রথম টেস্টে দারুণ পারফরম্যান্সের পর এমন পরাজয়ে বেশ হতাশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মূলত ব্যাটিং ব্যর্থতায় হারের বড় কারণ বাংলাদেশের। দুই টেস্টের সিরিজ ১-০ ব্যবধানে হেরেছে সফরকারীরা। প্রথম টেস্ট হয়েছিল ড্র।
ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘প্রথম টেস্ট যেভাবে শেষ করেছিলাম, তারপর এই টেস্টের পারফরম্যান্স খুবই হতাশাজনক। প্রথম ইনিংসে আমাদের ব্যাটিং মান অনুযায়ী হয়নি। সুযোগ ছিল, কিন্তু আমরা সেগুলো কাজে লাগাতে পারিনি।’
ব্যাটিং নিয়ে অসন্তোষের পাশাপাশি টস জিতে আগে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়ে শান্ত বলেন, ‘আমি এখনো মনে করি আমাদের আগে ব্যাট করা উচিত ছিল। উইকেটটা একটু ধীর গতির, কিন্তু যেভাবে আমরা আউট হয়েছি সেটা গ্রহণযোগ্য নয়। আমরা সহজ রাস্তা খুঁজেছি আর সেই সময় ভুল করেছি ব্যাটিংয়ে।’
তবে হারের মাঝেও এটুকু স্বস্তি পেয়েছেন তৃতীয় দিনের বোলিংয়ে। স্পিনাররা দারুণ বোলিং করেছেন। শান্ত বলেন, ‘তবে তৃতীয় দিনে যেভাবে আমরা বোলিং করেছি, এই ধরনের কন্ডিশনে সেটা দেখা সত্যিই ভালো লেগেছে। আশা করি ছেলেরা ভবিষ্যতে আরও ভালো করবে।’