হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের পাওয়ার হিটিং কোচ এবার লঙ্কানদের ব্যাটিং কোচ

ক্রীড়া ডেস্ক    

শ্রীলঙ্কার ব্যাটিং কোচ এখন জুলিয়ান উড। ছবি: ফাইল ছবি

পাওয়ার হিটিং কোচ হিসেবে এশিয়া কাপের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে কাজ করেছিলেন জুলিয়ান উড। তখন বিসিবিতে তাঁকে স্বল্প মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছিল। এবার বাংলাদেশের সাবেক পাওয়ার হিটিং কোচকে স্থায়ীভাবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

শ্রীলঙ্কার ব্যাটিং কোচ হিসেবে উড নিয়োগ পেয়েছেন। তাঁর সঙ্গে এক বছরের চুক্তির কথা গতকাল নিশ্চিত করেছে এসএলসি। ১ অক্টোবর থেকে তাঁর চুক্তি কার্যকর করা হবে। পাওয়ার হিটিং কোচ হিসেবে এরই মধ্যে সুনাম কুড়িয়েছেন উড। জাতীয় দল, ফ্র্যাঞ্চাইজি—সব ধরনের ক্রিকেটেই কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এ বছরের শুরুতে লঙ্কান ক্রিকেটারদের সঙ্গে কাজ করেছিলেন উড। ইংল্যান্ড জাতীয় দলের পাশাপাশি কাউন্টি ক্রিকেটে গ্লুচেস্টারশায়ার, হ্যাম্পশায়ার, মিডলসেক্সে কোচের দায়িত্ব পালন করেছিলেন। আইপিএল ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসের সঙ্গে কাজ করেছিলেন তিনি।

উডের পাশাপাশি শ্রীলঙ্কার কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন রেনে ফার্ডিনান্ডস। দুই বছরের চুক্তিতে ফার্ডিনান্ডসকে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে এসএলসি। স্পিন বোলিংয়ের অনুশীলন, ম্যাচ প্রস্তুতি, পারফরম্যান্স বিশ্লেষণ, খেলোয়াড়দের উন্নতিতে সহায়ক ভূমিকা ফার্দিনান্ডস পালন করবেন বলে এসএলসির আশা। এসএলসি এক বিবৃতিতে বলেছে, ‘ইউনিভার্সিটি অব ওয়াইকাতো থেকে বায়োমেকানিকসে পিএইচডি করেছেন তিনি। ক্রিকেটের পারফরম্যান্সের উন্নতিতে তিনি তাঁর বৈজ্ঞানিক চিন্তাভাবনা কাজে লাগাবেন।’

জুলিয়ান উড ব্যাটিং কোচ হচ্ছেন থিলিনা কান্ডাম্বির পরিবর্তে। ২০২৩-এর ডিসেম্বর থেকে শ্রীলঙ্কার ব্যাটিং কোচের দায়িত্বে আছেন কান্ডাম্বি। ফার্দিনান্ডস নিচ্ছেন পিয়ান বিজেতুঙ্গের জায়গা। ২০০৬ সালের ফেব্রুয়ারি থেকে স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করছেন বিজেতুঙ্গে। ধারণা করা হচ্ছে, এ বছরের জুলাইয়ে বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারের পরই এসএলসি এমন সিদ্ধান্ত নিয়েছে। শ্রীলঙ্কা নিজেদের মাঠেই সিরিজটি হেরেছিল।

আরও পড়ুন:

বিকেলে কাঁপালেন মোস্তাফিজ, রাতে সাকিব

ভারতকে একা হাতে শেষ করে দেওয়া কে এই সামির মিনহাজ

হঠাৎ ভাত থেকে স্যান্ডউইচে চলে গেলি, শামীমকে সাইফউদ্দিন

এবারও পাকিস্তানের বোর্ডপ্রধানকে বর্জন করলেন ভারতীয় ক্রিকেটাররা

দুবাইকে জিতিয়ে ম্যাচসেরা মোস্তাফিজ

মিঠুনকে কেন অধিনায়ক করল ঢাকা ক্যাপিটালস

মোস্তারির ফিফটিতে উত্তরাঞ্চলের হ্যাটট্রিক জয়, হেরেই চলেছে পূর্বাঞ্চল

ভারতকে গুঁড়িয়ে ১৩ বছর পর চ্যাম্পিয়ন পাকিস্তান

১ ওভারে মোস্তাফিজের ৩ উইকেট, হলো না হ্যাটট্রিক

বিপিএলে রাজশাহীর উইকেটরক্ষক আসলে কে, মুশফিক নাকি আকবর