হোম > খেলা > ক্রিকেট

কোহলির রানই করতে পারল না শ্রীলঙ্কা 

প্রথম দুই ম্যাচ জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ আগেই নিশ্চিত করেছিল ভারত। তিরুবনন্তপুরমে আজ তৃতীয় ওয়ানডেটা ছিল নিয়মরক্ষার ম্যাচ। এই নিয়মরক্ষার ম্যাচে পাত্তাই পায়নি শ্রীলঙ্কা। লঙ্কানদের ৩১৭ রানে হারিয়ে ৩-০-তে হোয়াইটওয়াশ করল রোহিত শর্মার দল। যেখানে বিরাট কোহলির ইনিংসের রানই করতে পারেনি পুরো শ্রীলঙ্কা দল। 

৩৯১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজের বোলিংয়ে শুরু থেকেই ধুঁকতে থাকে শ্রীলঙ্কা। প্রথম পাওয়ারপ্লের মধ্যেই ৫ উইকেট পড়ে যায় লঙ্কানদের। ৯.৩ ওভারে সফরকারীদের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৩৭ রান। প্রথম ৫ ব্যাটারের মধ্যে একমাত্র দুই অঙ্ক ছুঁয়েছেন নুয়ানিদু ফার্নান্দো। ২৭ বলে ১৯ রান করেছেন লঙ্কান এই ওপেনার। 

নিয়মিত বিরতিতে উইকেট হারানোর ধারাবাহিকতা চলতে থাকে শ্রীলঙ্কার ইনিংসের শেষ পর্যন্ত। ২২ ওভারে ৭৩ রানে ৯ উইকেট পড়ে গেলে কার্যত শ্রীলঙ্কা সেখানে অলআউট হয়ে যায়। চোটে পড়ায় ব্যাটিং করতে পারেননি লঙ্কান ব্যাটার আশেন বান্দারা। ৩১৩ রানে জিতে ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড গড়ল ভারত। লঙ্কানদের ইনিংসে নুয়ানিদু ছাড়া দুই অঙ্ক ছুঁয়েছেন দাসুন শানাকা (১১ রান) ও কাসুন রাজিথা (অপরাজিত ১৩ রান)। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন সিরাজ। 

ম্যাচ ও সিরিজসেরা দুটো পুরস্কারই পেলেন কোহলি। তৃতীয় ওয়ানডেতে ১১০ বলে ১৩ চার ও ৮ ছক্কায় ১৬৬ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন এই ব্যাটার। আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৪১.৫০ গড়ে করেছেন ২৮৩ রান। দুটো সেঞ্চুরি করেছেন ভারতীয় এই ব্যাটার।

 এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ৫০ ওভারে ৫ উইকেটে ৩৯০ রান করে ভারত। কোহলি ছাড়াও সেঞ্চুরি করেছেন শুভমন গিল। ৯৭ বলে ১১৬ রান করেন ভারতীয় এই ওপেনার। লঙ্কান বোলারদের মধ্যে দুটো করে উইকেট নিয়েছেন কাসুন রাজিথা ও লাহিরু কুমারা। 

 

বাংলাদেশকে কেরালা-চেন্নাইয়ে খেলার প্রস্তাব দিতে পারে আইসিসি

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের