হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ ম্যাচে অসদাচরণ, মাঠে নামার আগে শাস্তির খবর জোসেফের

ক্রীড়া ডেস্ক    

শাস্তি পেলেন আলজারি জোসেফ। ছবি: এএফপি

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে বড় শাস্তি পেলেন আলজারি জোসেফ। সেন্ট কিটসে প্রথম ওয়ানডেতে আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল ১ লঙ্ঘনের জন্য ওয়েস্ট ইন্ডিজের এই পেসারকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।

এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, কোড অব কন্ডাক্টের ২.৩ অনুচ্ছেদ—খেলোয়াড়, খেলোয়াড়ের সহায়তাকারী কর্মীর প্রতি অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে জোসেফকে। যা ‘অশ্লীল ভাষা ব্যবহারের’ সঙ্গে সম্পর্কিত। জরিমানার পাশাপাশি, শৃঙ্খলাভঙ্গের কারণে তাঁর নামে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে। এটি ছিল গত ২৪ মাসের মধ্যে তার প্রথম অপরাধ।

ঘটনাটি ঘটেছিল খেলা শুরুর আগে। স্পাইক জুতা পরে পিচে হাঁটছিলেন জোসেফ। চতুর্থ আম্পায়ার গ্রেগরি ব্রাথওয়েট তাঁকে স্পাইক পরে পিচে হাঁটা থেকে বিরত থাকতে বলেছিলেন। তখন জোসেফ চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্কের সময় অপমানজনক ভাষা ব্যবহার করেন।

জোসেফ তাঁর অপরাধ স্বীকার করেছেন এবং আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন, ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। অনফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা ও লেসলি রেইফার, তৃতীয় আম্পায়ার আসিফ ইয়াকুব ও চতুর্থ আম্পায়ার গ্রেগরি ব্রাথওয়েট এই অভিযোগ করেছেন জোসেফের বিরুদ্ধে।

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে তৈরি ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...