হোম > খেলা > ক্রিকেট

‘তালেবান আতঙ্কে’ স্থগিত আফগানিস্তান-পাকিস্তান সিরিজ

তালেবানরা আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকেই নতুন করে অস্থিরতা শুরু হয়েছে দেশটিতে। সেটি নিয়ে শঙ্কায় ছিল প্রতিবেশী দেশ পাকিস্তানও।

ভয়াবহ পরিস্থিতিতে দুই দেশের মধ্যকার আসন্ন ওয়ানডে সিরিজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেই আশঙ্কাই এবার সত্যি হলো। সংকটাপন্ন পরিস্থিতি ও ক্রিকেটারদের মানসিক অবস্থা বিবেচনায় এনে স্থগিত করে দেওয়া হলো সিরিজ।

সেপ্টেম্বরের শুরুতে শ্রীলঙ্কার হাম্বানটোটায় মুখোমুখি হওয়ার কথা ছিল রশিদ খান-বাবর আজমদের। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে দীর্ঘ আলোচনার পর সিরিজটি অনির্দিষ্টকালের জন্য পেছানোর সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

সিরিজ স্থগিতের বিষয়টি নিশ্চিত করতে গিয়ে এসিবির প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি বলেন, ‘ক্রিকেটারদের মানসিক অবস্থা মাথায় রেখে সিরিজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। দুই পক্ষের সম্মতিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডও (এসএলসি) আফগানিস্তানের এই সিদ্ধান্তকে সমর্থন করেছে বলে দাবি হামিদের। তাঁদের এই সিদ্ধান্ত সম্পর্কে আইসিসিও অবগত বলে জানিয়েছেন তিনি।

হামিদ বলেন, ‘সোমবার সন্ধ্যায় পিসিবির সঙ্গে আলোচনায় আমরা সিরিজ পেছানোর প্রস্তাব দিয়েছিলাম। আগামী বছর আমরা এই সিরিজ খেলার কথা জানিয়েছি। পিসিবি তাতে সম্মতি জানিয়েছে। তারা আমাদের সহযোগিতারও আশ্বাস দিয়েছে। পাশে রয়েছে শ্রীলঙ্কার বোর্ডও। আইসিসিকেও জানিয়েছি, ২০২৩ বিশ্বকাপের আগেই আমরা এই সিরিজ খেলব।’

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি