হোম > খেলা > ক্রিকেট

বাবর-রিজওয়ানদের জন্য আইসিসির দু:সংবাদ

এখনো সিরিজ হারের ধাক্কাটা কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান। ছবি: এএফপি

এখনো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারের ক্ষতটা টাটকা। এরই মধ্যে আইসিসি দিল আরেক দুঃসংবাদ। শেষ ম্যাচে মন্থর গতিতে বোলিংয়ের দায়ে (স্লো ওভার রেট) পাকিস্তানকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচ পয়েন্ট এবং ওই ম্যাচের ২৫ শতাংশ জরিমানা করেছে বিশ্ব ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা।

আজ এক বার্তায় এমনটাই জানিয়েছে আইসিসি। কেপটাউন টেস্টে নির্ধারিত সময়ের ভেতর পাঁচ ওভার কম করায় বাবর-রিজওয়ানদের এমন শাস্তির খবর পেতে হলো। পাঁচ পয়েন্ট কেটে নেওয়ায় চ্যাম্পিয়নশিপ চক্রে ১২ ম্যাচে পাকিস্তানের পয়েন্ট দাঁড়াল ২৪.৩১ শতাংশ। ফলে তারা নেমে গেছে টেবিলের আটে, তাদের নিচে কেবল ওয়েস্ট ইন্ডিজ।

কেপটাউন টেস্টের ম‍্যাচ রেফারি রিচি রিচার্ডসন এই শাস্তি দিয়েছেন। তাঁর কাছে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ নিজেদের দোষ স্বীকার করে নেওয়ায় আর আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। এর আগে ম্যাচের দুই অনফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা ও নিতিন মেনন, তৃতীয় আম্পায়ার অ‍্যালেক্স ওয়ার্ফ এবং চতুর্থ আম্পায়ার স্টিভেন হ‍্যারিস অভিযোগ এনেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে।

এর আগেও মন্থরগতির ওভারের জন্য পয়েন্ট কাটা হয়েছিল পাকিস্তানের। ২০২৩ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টে দুই পয়েন্ট হারায় দলটি এরপর গত বছরের আগস্টে বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের পর ছয় পয়েন্ট হারিয়েছিল তারা।

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে

স্বস্তিতে নেই ভারতও, অপেক্ষায় বিসিবি

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন

‘শাহরুখের পরিবর্তে চেন্নাই মোস্তাফিজকে নিলে কি ধোনিকে গাদ্দার বলা হতো’

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’