হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড় গড়ছে পাকিস্তান

স্কোরবোর্ডে পাকিস্তানের নামের পাশে যোগ হচ্ছে রানের পর রান, অথচ উইকেটের দেখাই যে পাচ্ছেন না বাংলাদেশের বোলাররা। রাওয়ালপিন্ডিতে আজ প্রথম টেস্টের দ্বিতীয় দিনের চিত্রটা যে এমনই। যেভাবে রানের বন্যা চলছে, তাতে রেকর্ড গড়াও স্বাগতিকদের পক্ষে অসম্ভব হয় না। 
 
রাওয়ালপিন্ডির ব্যাটিং স্বর্গে  গতকাল প্রথমে হোঁচট খেয়ে শুরু করে পাকিস্তান। তবে সেটা যে সাময়িক, তা প্রমাণ হতে খুব একটা দেরি হয়নি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে রানের বন্যা বইয়ে দিচ্ছে পাকিস্তান। টেস্টের দ্বিতীয় দিনে আজ চা পানের বিরতি পর্যন্ত পাকিস্তান করেছে ৫ উইকেটে ৩৬৭ রানে। যা পাকিস্তানের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্টে তৃতীয় সর্বোচ্চ স্কোর। এই তালিকায় সর্বোচ্চ ৫৪৬ রান পাকিস্তান করেছিল ২০০১ সালে মুলতানে। বাংলাদেশের বিপক্ষে ২৩ বছর আগে যখন পাকিস্তান ইনিংস ঘোষণা করেছিল, তখন ৩ উইকেট গিয়েছিল স্বাগতিকদের।   

৪১ ওভারে ৪ উইকেটে ১৫৮ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। প্রথম সেশনটা আক্রমণাত্মক ও রক্ষণাত্মকের মিশেলে খেলছেন মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল। মধ্যাহ্নভোজের বিরতিতে পাকিস্তান গেছে ৪ উইকেটে ২৫৬ রানে। দ্বিতীয় সেশনের খেলা শুরুর পর রিজওয়ান, শাকিল দুজনেই সেঞ্চুরির দেখা পেয়েছেন। দুই পাকিস্তানি ব্যাটারেরই এটা তৃতীয় টেস্ট সেঞ্চুরি। মধ্যাহ্নভোজের পরও পাকিস্তান খেলেছে দিনের প্রথম সেশনের মতোই। শাকিল ও রিজওয়ানের পঞ্চম উইকেট জুটি থেকে এসেছে ২৪০ রান। ৯৫তম ওভারের শেষ বলে শাকিলকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ২৬১ বলে ৯ চারে ১৪১ রান করেন শাকিল।    

বাংলাদেশের বোলারদের করুণ পরিস্থিতি বুঝতে নাহিদ রানার পরিসংখ্যানের দিকে তাকালেই চলবে। ১৮ ওভারে ১০১ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি। পাকিস্তানের রানরেট ৩.৭৪। রিজওয়ান ১৯৭ বলে ১৩৪ রানে এখনো অপরাজিত। ৯ চারের পাশাপাশি মেরেছেন ২ ছক্কা। সালমান আলী আগা ১০ বলে ৭ রানে ব্যাটিং করছেন।

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া