হোম > খেলা > ক্রিকেট

এমন উইকেট আগে দেখিনি: স্যামি

ক্রীড়া ডেস্ক    

টনি হেমিংয়ের সঙ্গে কথা বলছেন ওয়েস্ট ইন্ডিজের কোচ। সিরিজের প্রথম ওয়ানডেতে আগামীকাল মাঠে নামবে দুই দল। ছবি: বিসিবি

কালো রঙের উইকেট যেন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের নিয়মিত চিত্র। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন টার্ফ ম্যানেজমেন্টের প্রধান টনি হেমিংয়ের অধীনে আরও বেশি কালো হয়েছে হোম অব ক্রিকেটের উইকেট। ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি তাই সোজাসাপ্টা জানিয়ে দিলেন, এমন উইকেট তিনি আগে কখনো দেখেননি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে হেমিংয়ের বানানো ঘনকালো উইকেটে প্রথমবার খেলতে নামবে বাংলাদেশ। মিরপুরে ১৮, ২১ ও ২৩ অক্টোবর ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে স্যামি অকোপটে স্বীকার করলেন, এমন কালো পিচে খেলা তাঁদের ব্যাটারদের জন্য বেশ কঠিনই হবে।

স্যামি বলেন, ‘আমাদের অধিনায়ক উইকেট দেখেনি, কিন্তু আমি দেখেছি। আমি এর আগে এমন উইকেট দেখিনি। আমি মনে করি, আমরা সবাই জানি যে উপমহাদেশে আমাদের জন্য কতটা চ্যালেঞ্জিং। বিশেষ করে আমাদের ব্যাটারদের জন্য।’

বাংলাদেশ সফরের আগে ভারতে কন্ডিশনিং ক্যাম্প করেছে ওয়েস্ট ইন্ডিজ। যেটা কাজে দেবে বলে মনে করেন স্যামি, ‘আমি মনে করি, ভারত থেকে আসাটা সেই খেলোয়াড়দের জন্য সুবিধার, যারা এমন বা এর কাছাকাছি কন্ডিশনে অভ্যস্ত হয়েছে। যেমন আমাদের অধিনায়ক বললেন, এটা হলো অভিজ্ঞতা, জ্ঞান, ক্রিজে প্রয়োগ এবং খুব দ্রুত কন্ডিশন যাচাই করা। কিছু খেলোয়াড়ের জন্য বাংলাদেশের কন্ডিশন সম্ভবত নতুন। তবে খেলতে খেলতেই শেখার কাজটি করতে হবে। তাই আপনি কন্ডিশন যাচাই করুন এবং তারপর সিদ্ধান্ত নিন যে সফল হওয়ার জন্য কী প্রয়োজন।’

সাবেক তারকা অলরাউন্ডার আরও বলেন, ‘আমি আগেই বলেছি, আমার দেখা মতে বাংলাদেশে ঘরের মাঠে এটি একটি চ্যালেঞ্জ হতে চলেছে, তবে এমন একটি চ্যালেঞ্জ, যার জন্য আমার দল বেশ ভালোভাবে প্রস্তুত। কারণ, আমার বেশির ভাগ ব্যাটসম্যান ভারত থেকে আসছে, বাংলাদেশের কাছাকাছি ভ্রমণ করে।’

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল