হোম > খেলা > ক্রিকেট

ভারত-সিরিজের আগে অস্ট্রেলিয়ার বিশেষ পরিকল্পনা

সেই ১৯৯১-৯২ সালের পর আবার অস্ট্রেলিয়ার মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। ৩৩ বছর বিরতির পর ৫ ম্যাচের এই সিরিজের প্রস্তুতি নিতে  বিশেষ পরিকল্পনা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বোর্ডার-গাভাস্কার সিরিজের আগে অস্ট্রেলিয়া দলের টেস্ট ক্রিকেটারদের বাধ্যতামূলক ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। 

অস্ট্রেলিয়ার মাঠে সবশেষ দুটি টেস্ট সিরিজেই জিতেছিল ভারত। দুই টেস্টই ২-১ ব্যবধানে জেতে রোহিত শর্মা-বিরাট কোহলির দল। ভারতের শক্তিশালী পেস আক্রমণের সামনে খাবি খেতে হয়েছিল অস্ট্রেলিয়া ব্যাটারদের। তবে অজিরা এবার ভারতকে সেই সুযোগ দিতে চায় না। অক্টোবরে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের বাধ্যতামূলক ঘরোয়া ক্রিকেট খেলতে বলা হয়েছে। ৮ অক্টোবর থেকে শুরু হবে শেফিল্ড শিল্ড। 

অবশ্য প্যাট কামিন্স-স্টিভেন স্মিথদের ঘরোয়া ক্রিকেট খেলার ওপর জোর দেওয়ার কারণও আছে। স্কটল্যান্ড আর ইংল্যান্ডের বিপক্ষে সেপ্টেম্বরে সাদা বলের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ২৯ সেপ্টেম্বর ইংল্যান্ড সফর শেষ করার পর পরের মাসে তাঁদের কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। সেই সময়টা কাজে লাগাতে শেফিল্ড শিল্ড খেলে লাল বলের ক্রিকেটের প্রস্তুতি সারবে অস্ট্রেলিয়া। 

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরু ২২ নভেম্বর। এর আগে আবার পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজ শেষ হবে ১৮ নভেম্বর। একই সময়ে চলবে শেফিল্ড শিল্ডও। এই সময়ে অস্ট্রেলিয়া টেস্ট দলের কয়েকজন নিয়মিত ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেটকে বেশি গুরুত্ব দিতে বলা হয়েছে। সে ক্ষেত্রে পাকিস্তানের বিপক্ষে সিরিজে দেখা যাবে না। 

২০১৫ সালের পর ভারতের বিপক্ষে আর কোনো টেস্ট সিরিজেই জয়ের দেখা পায়নি অস্ট্রেলিয়া। ঘরের মাঠে ভারতকে হারাতে এবার সব চেষ্টাই করছে অজিরা।

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ