হোম > খেলা > ক্রিকেট

সালামি নিতে ভুল করবেন না, ফিজের সতীর্থের পরামর্শ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট না থাকায় ছুটিতে পরিবারের সঙ্গে ঈদ উদ্‌যাপন করছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তবে আইপিএল নিয়ে ব্যস্ত থাকায় পরিবার থেকে দূরে আছেন মোস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে খেলা ফিজের সঙ্গে আছেন তাঁর স্ত্রী সামিয়া পারভীন শিমু। 

মোস্তাফিজদের টিম হোটেল মুম্বাই তথা উপমহাদেশের বিখ্যাত ‘তাজমহল প্যালেস’। করোনা সতর্কতায় হোটেলের বাইরে যাওয়ার সুযোগ নেই। হোটেল থেকেই স্ত্রীকে নিয়ে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজ। দিল্লির ফেসবুক পেজে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেছেন, ‘পবিত্র ঈদ উল ফিতর আপনাদের জীবনে সুখ ও শান্তি বয়ে আনুক। সবাইকে ঈদ মোবারক। সাধারণত ঈদে আমরা সবাই, চার ভাই বাড়িতে থাকি, একসঙ্গে হই, নামাজ পড়তে যাই, বন্ধুরা থাকে। এভাবেই ঈদ কাটাই। এই বছর তাদের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে পারছি না।’ 

মোস্তাফিজের দিল্লির সতীর্থ খলিল আহমেদ মনে করিয়ে দিয়েছেন ঈদে সালামির মজাটা। বেশ মজা করে এই পেসার বলেছেন, ‘আমার ও দিল্লির অধিনায়কের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। খুশিতে থাকুন, আনন্দ করুন। আর ঈদের সালামি নিতে ভুল করবেন না।’ 

ফিজের আরেক দিল্লি-সতীর্থ সরফরাজ বলেছেন, ‘আমরা সকালে উঠে পাঞ্জাবি পায়জামা পরে নামাজ পড়ে কোলাকুলি করি। তারপর সবাই মিলে বাড়িতে গিয়ে খাওয়া-দাওয়া করি। ঈদের সালামি নেই। আমার পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক।’ এবারের আইপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচে ৪ জয় ও পাঁচ হারে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে আছে দিল্লি। প্রথম ম্যাচে কোয়ারেন্টিনে ছিলেন মোস্তাফিজ। পরের ৮ ম্যাচে ৮ উইকেট পেয়েছেন বাঁহাতি পেসার। 

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে