হোম > খেলা > ক্রিকেট

বড় চিন্তায় পড়েছেন হাথুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ হারের বড় কারণ ছিল ব্যাটিং ব্যর্থতা। বিশ্বকাপেও ছিল ব্যাটিং ব্যর্থতা। সেই একই সমস্যা এবারের নিউজিল্যান্ড সফরে প্রথম ওয়ানডেতেও ছিল। বোলিংয়ে হতাশার দিনে ব্যাটাররাও প্রয়োজনমতো বড় ইনিংস খেলতে পারেননি। 

আগামীকাল ভোরে নেলসনে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে নাজমুল হোসেন শান্তর দল। কিন্তু দ্বিতীয় ওয়ানডের আগেও সেই ব্যাটিং দুশ্চিন্তা ভর করেছে বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের মধ্যে। সিরিজ বাঁচানো ম্যাচের আগে রাখঢাক না রেখেই তিনি বললেন, ‘ব্যাটাররা বড় ইনিংস খেলতে পারছে না, এটা অনেক বড় দুশ্চিন্তার কারণ।’ 

হাথুরুসিংহের মতে, প্রথম ম্যাচে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেনি বাংলাদেশ দল। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে যদি পরিকল্পনা কাজে লাগানো যায়, তবে ভালো কিছু সম্ভব বললেন তিনি, ‘পরিকল্পনামতো লাগালে আমরা আরও ভালো খেলতে পারব। এই কন্ডিশনে ফিল্ড প্লেসিং, লাইন-লেংথ—এসব গুরুত্বপূর্ণ। ব্যাটিংয়ের ক্ষেত্রে একই বার্তা থাকবে। আমাদের কয়েকজনকে ভালো শুরু এনে দিতে হবে, বড় স্কোর গড়তে হবে।’ 

সবকিছু মিলিয়ে নেলসনে ব্যাটাররা সহায়তা পাবেন বলে মনে করছেন হাথুরুসিংহে। বাংলাদেশ কোচ বললেন, ‘উইকেট দেখে বেশ ভালো মনে হচ্ছে। ২০১৭ সালে সর্বশেষ যখন নিউজিল্যান্ডে আসি, এখানে কিছু ম্যাচ খেলেছি আমরা। ২০১৫ সালে বিশ্বকাপের ম্যাচও খেলেছি। উইকেটটা ব্যাটিংয়ের জন্য বেশ ভালো। আউটফিল্ড সুন্দর, অনেক দ্রুতগতির। আজ ঝকঝকে রোদ। আশা করছি কালও একইরকম আবহাওয়া থাকবে। ক্রিকেটের জন্য এমন আবহাওয়া ভালো।’

বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ!

বিশ্বকাপ-ইস্যুতে লিটনদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা

ফাইনালে চট্টগ্রামকে পেল রাজশাহী

বিশ্বকাপ-ইস্যুতে রাতেই ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসছে বিসিবি

রিশাদের লক্ষ্য এখন ‘ফাইনাল’

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

বাংলাদেশ না খেললেও বিশ্বকাপের সূচি বদলাবে না আইসিসি

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

আইসিসিতে বাংলাদেশের ভাগ্যনির্ধারণী সভা শুরু

বাংলাদেশ ক্রিকেট নিষিদ্ধের আবেদন খারিজ করলেন ভারতীয় আদালত