হোম > খেলা > ক্রিকেট

আবাহনীকে ম্যাচে রাখলেন সাইফউদ্দীন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শেখ জামালের পেসার সুমন খানের শেষ ওভারে ২ ছক্কা। সব মিলিয়ে ৫ ছক্কা। মোহাম্মদ সাইফউদ্দীনের ৩৩ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংসে কোনো চার নেই। সাতে নেমে আক্রমণাত্মক ইনিংসে আবাহনীকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন সাইফউদ্দীন। যখন ব্যাটিংয়ে নামছেন ৩৯ ওভারে ১৫৪ রানে ৬ উইকেট নেই বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর। 

পরের ১১ ওভারে জাকের আলী অনিককে নিয়ে আরও ৭৫ রান যোগ করেন সাইফউদ্দীন। তাতে বোলারদের জন্য ২২৯ রানের লড়াইয়ে থাকার স্কোর পায় আবাহনী। এর আগে মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি তাদের। ৩৫ রানের মধ্যে ফিরে যান মোহাম্মদ নাঈম (১৬), লিটন কুমার দাস (৪), নাজমুল হোসেন শান্ত (৮)। 

ইনিংস বড় করতে পারেননি আবাহনীর দুই গুরুত্বপূর্ণ ব্যাটার আফিফ হোসেন (২৯) ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত (১৫)। এক প্রান্ত অবশ্য ধরে রেখে খেলছিলেন তৌহিদ হৃদয়। তবে ৩৯তম ওভারের শেষ বলে মিড অনে শেখ জামাল অধিনায়ক ইমরুল কায়েসের দুর্দান্ত ক্যাচের শিকার হন হৃদয়। ৭৫ বলে ৪ চারে ৫৩ রান করেন তিনি। 

আবাহনীকে ম্যাচে রাখা সপ্তম উইকেটে সাইফউদ্দীনের সঙ্গী জাকের অপরাজিত থাকেন ৪৭ রানে। শেখ জামালের হয়ে ১০ ওভারে ৩৬ রান দিয়ে ২ উইকেট নেন জিয়াউর রহমান।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ