বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দেখতে আজ মিরপুর শেরেবাংলার গ্যালারিতে হাজির হয়েছিলেন অনেক নামীদামি ব্যক্তি। তাঁদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।
প্রায় ১৩ বছর পর মাঠে এসেছিলেন মির্জা ফখরুল। বাংলাদেশ জেতায় খুব খুশি তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রায় ৯ বছর পর পাকিস্তানের বিপক্ষে জিতল বাংলাদেশ। জয় নিয়ে মির্জা ফখরুল বললেন, ‘আমি খুশি হয়েছি, বাংলাদেশ জিতেছে। অনেক দিন পরে এটা আমাদের আনন্দের একটা উপলক্ষ হয়ে এসেছে।’
শুধু বিএনপির মহাসচিবই নন, এদিন মাঠে ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমও। এখনো টেস্টে ক্রিকেটে ক্যারিয়ার ধরে রাখা মুশফিক মাঠে এসেছিলেন ছেলেকে নিয়ে। উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকও।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করা পাকিস্তানকে ১১০ আটকে দেন বাংলাদেশের বোলাররা। পরে লক্ষ্য তাড়ায় ইমনের হার না মানা ৫৬ রানের ইনিংসের সুবাদে ২৭ বল হাতে রেখেই ৭ উইকেটে জেতে বাংলাদেশ।