হোম > খেলা > ক্রিকেট

বাবরকে ফিরিয়ে খালেদের প্রথম টেস্ট উইকেট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ-পাকিস্তান মিরপুর টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল সকাল সাড়ে ৯টায়। তবে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় বল গড়াল সকাল ১০টা ৫০ মিনিটে।

খেলা শুরু হতেই জোড়া সাফল্যের দেখা পেয়েছে বাংলাদেশ। দিনের দ্বিতীয় ওভারেই আজহার আলীকে ফিরিয়ে বাবর আজমের সঙ্গে জমে ওঠা জুটি ভেঙেছেন ইবাদত হোসেন। 

ইবাদতের শর্ট বলে অনায়াসেই পুল করে চার মারেন আজহার। এক বল পর আরেকটি শর্ট বল করেন ইবাদত। বলে গতি ছিল না খুব একটা। আরেকটি বাউন্ডারি হজম করার মতোই ডেলিভারি। কিন্তু বেশি জোরে মারতে গিয়েই টাইমিংয়ে গড়বড় করেন আজহার (৫৬)। ব্যাটের ওপরের দিকে লেগে বল উঠে যায় আকাশে। উইকেটরক্ষক লিটন দাস বল গ্লাভসে জমা করতে কোনো ভুল করেননি। 

দুই ওভার পর পাকিস্তানকে সবচেয়ে বড় ধাক্কা দেন প্রায় তিন বছর পর টেস্ট খেলতে নামা খালেদ আহমেদ। অধিনায়ক বাবরকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট শিকার করেন এই পেসার। আম্পায়ার তর্জনী তুললেও রিভিউ নেন বাবর (৭৬)। তবে রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি। 

খালেদের স্ট্রেইট ডেলিভারি গুড লেংথে পিচ করে একটু স্কিড করে নিচু হয়ে যায়। বাবর ফ্লিক করতে গিয়ে লাইন মিস করেন। বল লাগে প্যাডে। 

উইকেটে এখন নতুন দুই ব্যাটার ফাওয়াদ আলম (১ *) ও মোহাম্মদ রিজওয়ান (০ *)।

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, হচ্ছে না নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ

ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিসিবি

মিচেলের সেঞ্চুরিতে ভারতকে হারিয়ে সমতায় নিউজিল্যান্ড

দেশের ক্রিকেটারদের খেলা বন্ধের হুমকি

ক্রিকেটারদের টাকা চাওয়া পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বিসিবি

রিশাদদের হাতের নাগালে থাকা জয় কেড়ে নিলেন পাকিস্তানি পেসার

ক্রিকেটাররা তো কিছুই করতে পারে না, আমরা কি টাকা ফেরত চাচ্ছি: বিসিবি পরিচালক

‘বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না’

বিশ্বকাপের ইস্যু বিসিবি ঠিকভাবেই দেখছে, বিশ্বাস তানজিদের

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া