হোম > খেলা > ক্রিকেট

যাত্রাপথে চুরি হয়ে গেল মোস্তাফিজদের ব্যাট-প্যাড

এমনিতেই এবারের আইপিএলে হারতে হারতে দিন যাচ্ছে দিল্লি ক্যাপিটালসের। এখন পর্যন্ত নিজেদের পাঁচ ম্যাচের একটিতেও জয় পায়নি তারা। বাজে সময়ের মধ্যে এবার আরেক অদ্ভুত অভিজ্ঞতা হলো দিল্লির ক্রিকেটারদের। যাত্রাপথে ব্যাট-প্যাডসহ বেশ কিছু ক্রিকেটীয় সরঞ্জাম খুইয়েছেন দলটির ক্রিকেটাররা।

বেঙ্গালুরুতে গত শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২৩ রানে হারে দিল্লি। পরদিন দিল্লিতে ফেরার পর ১৬টি ব্যাট, প্যাড, জুতা, থাই প্যাড ও গ্লাভস চুরি হয়ে যাওয়ার ব্যাপারে টের পান মোস্তাফিজুর রহমান-ডেভিড ওয়ার্নাররা।

হোটেল রুমে কিট ব্যাগ পাওয়ার পর সরঞ্জামাদি হারানোর কথা জানতে পারেন ক্রিকেটাররা। সঙ্গে সঙ্গে ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তাদের জানান তাঁরা। পরে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে চুরির অভিযোগ দায়ের করা হয়।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাটগুলোর মধ্যে সবচেয়ে বেশি পাঁচটি চুরি হয়েছে ভারতীয় তরুণ ব্যাটার ইয়াশ ধুলের। ওয়ার্নার ও ফিল সল্টের তিনটি করে এবং মিচেল মার্শ দুটি ব্যাট হারিয়েছেন। বিদেশি ক্রিকেটারদের চুরি হওয়া যাওয়া ব্যাটগুলোর দাম একেকটি প্রায় এক লাখ রুপি।

দিল্লি ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে, এর বাইরেও অন্য ক্রিকেটারদের জুতা, গ্লাভসসহ আরও বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়নি। এই পরিস্থিত মাঝেই গতকাল কোনো রকম অনুশীলন চালিয়ে নিয়েছেন দিল্লির ক্রিকেটাররা। কয়েকজন ক্রিকেটার তাঁদের এজেন্টকে সম্ভব হলে দ্রুত সময়ের মধ্যে কিছু ব্যাট পাঠাতে অনুরোধও করেছেন।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ