হোম > খেলা > ক্রিকেট

লিফটের মধ্যে এক ঘণ্টা আটকে ছিলেন স্মিথ

ভালোই বিপাকে পড়েছিলেন স্টিভেন স্মিথ। ভাগ্যিস বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। গতকাল বৃহস্পতিবার প্রায় এক ঘণ্টার বেশি সময় লিফটের মধ্যে আটকে ছিলেন এই অস্ট্রেলিয়ান তারকা। 

সেই এক ঘণ্টা লিফটের ভেতরে কী ঘটেছিল, সামাজিক যোগাযোগমাধ্যমে সেটি পরে জানিয়েছেন স্মিথ। অস্ট্রেলিয়ার টেস্ট দলের বর্তমান সহ-অধিনায়ক নিজেই জানিয়েছেন, তিনি লিফটের ভেতরে আটকে পড়েছিলেন এবং লিফটের দরজাটা খুলছিল না। 

স্মিথের দাবি, লিফটটি খারাপ হয়ে গিয়েছিল। এটি বোঝার পর তিনি ভেতর থেকে খোলার অনেক চেষ্টা করেছিলেন। এদিকে তাঁর সতীর্থ মার্নাস লাবুশেনও বাইরে থেকে লিফটটি খোলার চেষ্টা করছিলেন। কিন্তু তাঁদের দুজনের চেষ্টাই ব্যর্থ হয়েছিল। এমন কাণ্ডের পর হতাশ হয়ে জানিয়েছেন, তাঁর সন্ধ্যাটা একেবারেই ভালো যায়নি।   

লিফটে আটকে এক ঘণ্টা সময় তো স্মিথের নষ্ট হয়েছেই, তাকে বেশ হ্যাপাও পোহাতে হয়েছে। নিজের ইনস্টাগ্রামে তো জানালেন তার সন্ধ্যার সমস্ত পরিকল্পনা ভেস্তে দিয়েছে এই লিফট বিড়ম্বনা। স্মিথ লিখেছেন, ‘আমি আমার ফ্লোরেই ছিলাম। কিন্তু দরজা খুলছিল না। লিফটটি খারাপ হয়ে গিয়েছিল। আমি দরজা খোলার অনেক চেষ্টা করেছি, আমি ভেতর থেকে খোলার চেষ্টা করছিলাম, অন্ দিকে মার্নাস (লাবুশেন) বাইরে থেকে এটি খোলার চেষ্টা করছিল। এতে অবশ্য খুব বেশি লাভ হয়নি। সত্যি বলতে, ঠিক যেভাবে সন্ধ্যাটা কাটানোর পরিকল্পনা ছিল, তার কিছুই হয়নি।’

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা