বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড আসছে আগামী ২৪ আগস্ট। কিউইরা বাংলাদেশের বিপক্ষে খেলবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ সিরিজের সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে।
২৪ আগস্ট ঢাকায় পা রেখে তিন দিনের কোয়ারেন্টিন শেষে নিউজিল্যান্ড বিকেএসপিতে টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলবে ২৯ আগস্ট। পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটি শুরু ১ সেপ্টেম্বর। দ্বিতীয় ম্যাচ ৩ সেপ্টেম্বর, পরেরটি ৫ সেপ্টেম্বর। সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ৮ সেপ্টেম্বর আর শেষটি ১০ সেপ্টেম্বর।
সিরিজের প্রতিটি ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ম্যাচ শুরুর সময় অবশ্য এখনো জানায়নি বিসিবি।