হোম > খেলা > ক্রিকেট

স্মিথ-হেডরা মনে করালেন আশির দশকের উইন্ডিজকে

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে বিধ্বস্ত করে আইসিসির সবকটি ইভেন্ট জেতার রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া। প্রথম দল হিসেবে এমন রেকর্ডের পর আইসিসির র‍্যাংকিংয়ে এগিয়েছেন অষ্ট্রেলিয়ার ক্রিকেটাররা। তাতে ওয়েস্ট ইন্ডিজের গড়া প্রায় ৪০ বছরের পুরনো এক রেকর্ডে ভাগ বসিয়েছে অজিরা।

লন্ডনের ওভালে রোববার শেষ হয়েছে ২০২১-২৩ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে চতুর্থ উইকেটে ২৮৫ রানের বিশাল জুটি গড়েছিলেন স্টিভ স্মিথ ও ট্রাভিস হেড। দুজনেই সেঞ্চুরি করেছেন। হেড করেছেন ১৬৩ রান ও স্মিথ করেছেন ১২১ রান। জোড়া সেঞ্চুরি করা এই দুই ব্যাটার এগিয়েছেন র‍্যাঙ্কিংয়ে। টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে ৩ নম্বরে উঠে এসেছেন হেড। ১ ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছেন স্মিথ। দ্বিতীয় ইনিংসে স্মিথ ও হেড করেছেন ৩৪ ও ১৮ রান।

আর বরাবরের মতো শীর্ষে আছেন মারনাস লাবুশেন। টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এখন তিন ব্যাটারই অস্ট্রেলিয়ান। টেস্ট র‍্যাঙ্কিংয়ে একই দলের তিন ব্যাটারের সেরা তিনে থাকার ঘটনা সর্বশেষ হয়েছে ১৯৮৪ সালে। গর্ডন গ্রিনিজ, ক্লাইভ লয়েড, ল্যারি গোমস-ওয়েস্ট ইন্ডিজের এই তিন কিংবদন্তি ব্যাটার ১৯৮৪ এর ডিসেম্বরে ক্রিকেটের রাজকীয় সংস্করণে সেরা তিনে ছিলেন।

টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন অ্যালেক্স ক্যারি। ১১ ধাপ এগিয়ে ৩৬ নম্বরে উঠে এসেছেন ক্যারি। প্রথম ইনিংসে ৪৮ রান ও ৬৬ রানের অপরাজিত ইনিংস খেলেন অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষক ব্যাটার। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ করে এগিয়েছেন ক্যামেরন গ্রিন ও নাথান লায়ন। টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ১৫ ও ১৬ নম্বরে উঠে এসেছেন গ্রিন ও লায়ন। আর বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠে এসেছেন লায়ন। ভারতের বিপক্ষে ফাইনালে নিয়েছেন ৫ উইকেট, যার মধ্যে দ্বিতীয় ইনিংসেই নিয়েছেন ৪ টি।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ