হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপের সেমিফাইনালে নিজের দেশকে রাখলেন না সাবেক কিউই পেসার

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে কিছুদিন আগে নিজেদের জ্যোতির্বিদ্যার চর্চা করেছেন সুনীল গাভাস্কার-ম্যাথু হেইডেনরা। তাঁদের মতোই এবার বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন সাইমন ডুলও। তবে গাভাস্কার-হেইডেনের সঙ্গে একটা জায়গায় মিল নেই তাঁর। 

গাভাস্কার-হেইডেনররা শেষ চারে নিজেদের দেশকে রাখলেও ডুল রাখেননি নিউজিল্যান্ডকে। সঙ্গে বর্তমান সময়ের অন্যতম টি-টোয়েন্টি দল ইংল্যান্ডকেও রাখেননি তিনি। ক্রিকবাজকে সাবেক কিউই পেসার বলেছেন, ‘আমি ইংল্যান্ডকে রাখছি না। ব্যাটার সহায়ক উইকেটে ২৩০-২৪০ রান করতে পারা দুর্দান্ত এক দল হলেও ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে তারা কার্যকর নয়। ভারত কিংবা দক্ষিণ আফ্রিকার মধ্যে কেউ একজন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবে।’ 

ভারত-দক্ষিণ আফ্রিকার সঙ্গে অস্ট্রেলিয়া এবং স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে শেষ চারে রেখেছেন সাইমন ডুল। বর্তমান সময়ের অন্যতম ধারাভাষ্যকার বলেছেন, ‘আমার মতে সেমিফাইনালের বাকি দুই দল হচ্ছে—অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ।’ 

আগামীকাল সকাল সাড়ে ৬টায় স্বাগতিক যুক্তরাষ্ট্র-কানাডার ম্যাচ দিয়ে এবারের সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ শুরু হবে। ২৯ জুন বার্বাডোজের ফাইনালে সাইমন ডুলের ভবিষ্যদ্বাণী সত্যি হয় কি না—সেটাই এখন দেখার বিষয়।

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু