হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানি ক্রিকেটারদের ঘুমকাণ্ড নিয়ে কী বলছেন হাসান

শুধু মাঠের পারফরম্যান্সেই নয়, পাকিস্তান ক্রিকেট দল ‘আনপ্রেডিক্টেবল’ সবখানেই। ড্রেসিংরুম থেকে শুরু করে ক্রিকেট বোর্ড—সব জায়গায় চলতে থাকে একের পর এক নতুন ইস্যু। এমনকি তাদের ড্রেসিংরুমে ক্রিকেটারদের ঘুম নিয়েও চলছে আলাপ-আলোচনা। সে ব্যাপারেই এবার কথা বলেছেন হাসান আলী। 

ড্রেসিংরুমে পাকিস্তানি ক্রিকেটারদের ঘুমকান্ড নিয়ে মোহাম্মদ হাফিজ কথা বলেছেন কয়েক মাস আগে। গত বছরের ডিসেম্বর এবং এ বছরের জানুয়ারি—অস্ট্রেলিয়ায় প্রায় মাসব্যাপী তিন ম্যাচের টেস্ট সিরিজে খেলতে যায় পাকিস্তান। তখন টিম ডিরেক্টর, কোচ একই সঙ্গে দুই দায়িত্বে থাকা হাফিজ দলের কয়েকজন ক্রিকেটারকে ঘুমোতে দেখেছেন। 

অস্ট্রেলিয়ার সেই সিরিজের প্রথম টেস্টে একাদশে ছিলেন না হাসান। তবু ঘটনা যেহেতু সেই সময়ের, তাতে হাফিজের কথা শুনে তাঁর (হাসান) পুরোনো স্মৃতি মনে পড়াটাই স্বাভাবিক। স্থানীয় ক্রিকেট প্ল্যাটফর্মে বিশেষ সাক্ষাৎকারে হাসান বলেন, ‘আমি আসলে জানি না। তবে হাফিজ যেটা বলেছে, সেটা ঠিকই। আমার মনে হয় না, তারপর আর কেউ ঘুমায়নি। হাফিজ যখন বলেছে, সেই প্রথম ম্যাচে আমি ছিলাম না। যারা একাদশে ছিলেন না, তারা ডাগআউটে বসে খেলা দেখেছেন। এমনকি ম্যানেজমেন্টও সেখানে ছিল।’ 

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বোলারের নির্দিষ্ট ওভার বোলিং করার নিয়ম থাকলেও টেস্টে তা নেই। ওভারের পর ওভার করে যেতে হয়। পেসারদের ক্ষেত্রে চাপটা তখন বেশি পড়ে। সেই চাপের প্রসঙ্গ উল্লেখ করেছেন হাসান, ‘পেস বোলারদের নিয়ে আমি বিশেষ কিছু বলতে চাই। যখন আপনি দেড় দিন বোলিং করবেন, তখন সেই ধকল কাটিয়ে ওঠার ব্যাপার রয়েছে। তখন চাইলে ২০-৩০ মিনিট ঘুমোনো যায়। অতীতে ম্যানেজমেন্ট পেস বোলারদের জন্য তেমন নিয়ম চালু করেছিল। তবে দলের কোচ এবং ডিরেক্টর অব ক্রিকেট যখন বলেছেন, তখন সেটা যথেষ্ট। যে নিয়ম তিনি বানিয়েছেন, সেটা অনুসরণ করতেই হতো।’

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ