হোম > খেলা > ক্রিকেট

‘অঘটন ঘটানো’ ডাচরাই এবার ধুঁকছে লঙ্কানদের সামনে 

ধর্মশালায় দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ‘অঘটন’ ঘটিয়েছিল নেদারল্যান্ডস। ডাচদের প্রতিপক্ষ বদলানোর সঙ্গে বদলে গেছে ভেন্যুও। লক্ষ্ণৌর শ্রী অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে আজ লঙ্কানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ধুঁকছে ডাচরা। 

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ডাচ দুই ওপেনার বিক্রমজিৎ সিং ও ম্যাক্স ও’ডাউড শুরু থেকেই সংগ্রাম করতে থাকেন। দলীয় ৭ রানেই ভেঙে গেছে ডাচদের উদ্বোধনী জুটি। চতুর্থ ওভারের চতুর্থ বলে কাসুন রাজিথার বলে এলবিডব্লু হয়ে ড্রেসিংরুমে ফিরে যান বিক্রমজিৎ। ডাচ ওপেনার রিভিউ নিলে তা নষ্ট হয়। ১৩ বলে ১ চারে ৪ রান করেন বিক্রমজিৎ। 

উদ্বোধনী জুটি দ্রুত ভাঙার পর উইকেটে আসেন কলিন অ্যাকারমান। ওপেনার ও’ডাউডকে নিয়ে ইনিংস মেরামতের দায়িত্ব নেন তিনি। দ্বিতীয় উইকেট জুটিতে ৩৮ বলে ৪১ রান যোগ করেছেন এই জুটি। দশম ওভারের শেষ বলে ও’ডাউডকে বোল্ড করে জুটি ভাঙেন রাজিথা। ২৭ বলে ১ চার ও ১ ছক্কায় ১৬ রান করেন ও’ডাউড। খুব দ্রুত অ্যাকারমানকেও ফিরিয়েছেন রাজিথা। ১২তম ওভারের শেষ বলে রাজিথাকে কাট করতে গিয়ে উইকেটরক্ষক কুশল মেন্ডিসের তালুবন্দী হয়েছেন অ্যাকারমান। ৩১ বলে ৫ চারে ২৯ রান করেন তিনি। 

ও’ডাউড, অ্যাকারমানের দ্রুত বিদায়ে নেদারল্যান্ডসের স্কোর দাঁড়ায় ১২ ওভারে ৩ উইকেটে  হারিয়ে ৫৪ রান। রাজিথার পর দ্রুত ডাচদের আরও ২ উইকেট তুলে নিয়েছেন দিলশান মাদুশঙ্ক। যেখানে ১৭তম ওভারের পঞ্চম বলে মাদুশঙ্ককে আপার কাট খেলতে যান বাস ডি লিড। ডিপ থার্ড ম্যানে ডাইভ দিয়ে অসাধারণ ক্যাচ ধরেছেন কুশল পেরেরা। ২১ বল খেলে ডি লিড করেন ৬ রান।  এরপর ১৯তম ওভারের চতুর্থ বলে তেজা নিদামানুরুকে এলবিডব্লু করেন মাদুশঙ্ক। ডাচদের স্কোর দাঁড়ায় ১৮.৪ ওভারে ৫ উইকেটে ৭১ রান।

নিয়মিত বিরতিতে উইকেট হারানোর সঙ্গে সঙ্গে রানের গতিও ধীর হতে থাকে নেদারল্যান্ডসের। অর্ধেক উইকেট হারানোর ধাক্কা কাটিয়ে না উঠতেই নেদারল্যান্ডস হারায় তাদের অধিনায়ক এডওয়ার্ডসের উইকেট। ২২তম ওভারের দ্বিতীয় বলে এডওয়ার্ডসকে বোল্ড করেন মাহিশ তিকশানা। ডাচ অধিনায়ক ১৬ বলে করেন ১৬ রান। নেদারল্যান্ডসের তাতে স্কোর দাঁড়ায় ২১.২ ওভারে ৬ উইকেটে ৯১ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৯ ওভারে ৬ উইকেটে ১১৬ রান করেছে ডাচরা। সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ১৫ রানে আর লোগান ফন বিক ১৪ রানে ব্যাটিং করছেন।

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি